শিলিগুড়ি,২১মে,ঋষি চ্যাটার্জি:গোপন সূত্রের খবরের ভিত্তিতে দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জে অভিযান চালাল বিধাননগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ। লাইভস্টক পারমিট হীন একটি ট্রাক থামিয়ে তল্লাশির পর ২৮টি গরু সহ গ্রেফতার করা হল ১জনকে। ধৃতের নাম সুবোধ শাহ। সে বিহারের বাসিন্দা বলে জানিয়েছে বিধান নগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ট্রাকটি প্রাণী পরিবহনের নিয়ম অগ্রাহ্য করে ২৮টি গরু নিয়ে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে গবাদিপশু পরিবহনের ক্ষেত্রে গাড়ির লাইভস্টক পারমিট থাকা বাধ্যতামূলক। পাশাপাশি পশু চিকিৎসকের নথি। এই ঘটনায় ট্রাকের চালককে গ্রেপ্তার করার পাশাপাশি এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হয়।