কোচবিহারে,২০জুন, ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক: কোচবিহারে অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়াল।চিতা?নাকি অন্য পশু?এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গ্রামের মানুষের মধ্যে। পাশে তো কোন অরণ্য নেই তাহলে চিতা আসবে কোথা থেকে? তাহলে কি অন্য কোন পশুর পায়ের ছাপ? এই সমস্ত প্রশ্নই এখন ভাবাচ্ছে।
তুফানগঞ্জ চিলাখানা ১গ্রাম পঞ্চায়েতের গোবিন্দ পুর এলাকার মানুষকে,তুফানগঞ্জ ১নম্বর ব্লকের চিলাখানা ১গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায়, রবিবার সকালে স্থানীয় লোকজন যখন খেতের জমিতে চাষের জন্য যাচ্ছিলেন সেই সময়, এলাকার বাসিন্দারা রাস্তায় এবং ক্ষেতের জমির মাটির ওপর অজানা পশুর পায়ের ছাপ দেখতে পান। এই খবর ছড়িয়ে পরে এলাকার লোকজনের মধ্যে।
পায়ের ছাপ দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।গ্রামবাসীদের অনুমান এটা বাঘের পায়ের ছাপের মতোই দেখতে। অনেকেই বলছেন চিতার পায়ের ছাপ। আবার অনেকে বলছেন অন্য কোন অজানা পশুর। সবে মিলে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বন বিভাগকে। কিন্তু গ্রামে বাঘ বা চিতা আসবে কোথা থেকে? বা যদি সত্যিই এসে থাকে তাহলে বাবাজি রয়েছে কোথায়? এটাই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কোচবিহার জেলার তুফানগঞ্জ ১নম্বর ব্লকের চিলাখানা ১গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় মানুষের মধ্যে।