শিলিগুড়ি,২০মে,ফ্ল্যাশ মিডিয়া নিউজ:সকাল হলেই এখন আমাদের একটাই চিন্তা গ্রাস করছে। পরিবার-পরিজন প্রত্যেকে ভাল আছে তো? আজকের দিনটা ভালো ভাবে কাটবে তো? বিগত এক বছর যাবত অজানা শত্রুর আক্রমণ আমাদেরকে কুরে কুরে খাচ্ছে, অনেক প্রিয় জন কেই আমরা হারিয়েছি বিগত এক বছরে, করোনার সাথে যুদ্ধে পরাজয় যেমন হচ্ছে, জয়ীও অনেকে হচ্ছেন, কেবলমাত্র পরাজয় গুলোর দিকে তাকালেই হবে না। এ জীবন যুদ্ধে জয় পরাজয় এর ঘটনা নিত্যদিন লেগেই থাকবে। লড়াই করে বাঁচতে হবে আমাদের।করোণামানেই যে মৃত্যু নয় এখন তার প্রমাণ মিলছে প্রতিদিনই।প্রতিদিন হাজার হাজার মানুষ সরকারি ও বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা পরিষেবা পেয়ে সুস্থ হয়েও ফিরছেন বাড়িতে। মৃত্যুর হার আগের থেকে অনেকটাই কমেছে দেশে, প্রতিদিনই সুস্থতার হারও বাড়ছে।
বিগত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে ১৫৭ জনের মৃত্যু হলেও সুস্থতার হারও কিন্তু বেশ ভালো, বিগত ২৪ ঘন্টায় রাজ্যে ১৯ হাজার ১৫১ জন রোগী করোনার সাথে যুদ্ধ করে জয়লাভ করে ঘরে ফিরে গেছেন। চিকিৎসকেরা করোনা রোগীদের আতঙ্কিত না হওয়ারই পরামর্শ দিয়েছেন, করোণার উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথেই চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধ খাবার নির্দেশ দিয়েছেন তারা, করোণা মানেই মৃত্যু নয়, একের পর এক আশঙ্কাজনক করোনা রোগীদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে তা বুঝিয়ে দিয়েছেন চিকিৎসকরা। সরকারি চিকিৎসা কেন্দ্রে এবং বেসরকারি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা করিয়ে অনেকেই আজ সুস্থ,তবে কিছু দুঃখজনক ঘটনাও ঘটছে। দেরিতে চিকিৎসা পরিষেবা নেওয়া মানুষগুলোর ক্ষেত্রেই দেখা দিয়েছে সমস্যা। তবে করোনার লক্ষণ ধরা পড়ার সাথে সাথেই চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত বলেই বারবার অনুরোধ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এছাড়া করোণার লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই করোণা পরীক্ষা করা র কথা বলেছেন তারা।
বিগত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কতজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন জানেন কি? জলপাইগুড়ি জেলায় বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭২ জন। দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৩২ জন। আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১৩ জন। কোচবিহার জেলায় সুস্থ হয়েছেন ২৪৮ জন। কালিংপং জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন। উত্তর দিনাজপুর জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫৯ জন। দক্ষিণ দিনাজপুরে ১৭২ ও মালদায় ৩০৩ জন এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১৯হাজারের বেশি মানুষের সুস্থতার মাঝে আমরা হারালাম বিগত ২৪ ঘন্টায় ১৫৭ জন কে। রাজ্যে বিগত ২৪ ঘন্টায় মোট নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯০০৬ জন।
শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৪৯ জন। মাটিগাড়ায় আক্রান্তের সংখ্যা ১১২ । ফাঁসিদেওয়ায় আক্রান্তের সংখ্যা ১৭ । খড়িবাড়িতে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৭ জন। নকশালবাড়িতে আক্রান্ত হয়েছেন ৬০ জন।বিগত ২৪ ঘন্টায় দার্জিলিং জেলায় সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন ৬৩২ জন। ফ্ল্যাশ মিডিয়া নিউজ এর তরফ থেকে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ কোন রকম শারীরিক সমস্যা হলেই চিকিৎসকের পরামর্শ নিন। পরীক্ষা করিয়ে নিন করোনার। অবহেলা একদম নয়। অবশ্যই ব্যবহার করতে হবে মাস্ক।আর শারীরিক দূরত্ব এবং স্যানিটাইজার আপনাকে বাঁচাবে সংক্রমণের হাত থেকে। ফলে সতর্ক থাকুন সাবধানে থাকুন।