তন্ময় চক্রবর্তী,৩আগস্ট, শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর আউটপোস্ট এর অন্তর্গত আশিঘর ইস্টার্ন বাইপাসের কানকাটা মোর এলাকায় প্রচুর আধার কার্ড উদ্ধার হল মঙ্গলবার সাতসকালে।মঙ্গলবার সকালে আশিঘর ইস্টার্ন বাইপাস কানকাটা মোড় এলাকার একটি পরিত্যক্ত নোংরা জায়গা পড়েছিল প্রচুর আধার কার্ড। স্থানীয় মানুষরা সেই আধার কার্ড নোংরা জায়গা পড়ে থাকতে দেখে সেখানে ভিড় জমায়।
এরপর খবর পেয়ে ছুটে আসে ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর আউটপোস্ট পুলিশ।পুলিশ এসে সেই আধার কার্ড গুলো উদ্ধার করে নিয়ে যায় থানায় । এই আধার কার্ড পড়ে থাকতে দেখে এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাতের অন্ধকারে কে বা কারা এই আধার কার্ড গুলো নোংরা পরিত্যক্ত জায়গায় ফেলে রেখে দেয়।
স্থানীয় সুভাষ গড়াই বলেন কানকাটা মোড়ে নোংরা জায়গায় কিছু আধা কার্ড পড়ে ছিল। সেই আধার কার্ডের মধ্যে এক ব্যক্তি কে চিনতে পারা গেছে। সেই ব্যক্তিকে ফোন করলে তিনি ছুটে আসেন এরপর তিনি এবং তার পরিবারের আধার কার্ড ওখানে পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক অনুমান পোস্ট অফিসের জিনিস হতে পারে।এলাকাবাসীরা সন্দেহ করছে কাগজ কুড়ানী রাই ফেলে রেখে দিয়েছে আধার কার্ড গুলো। গোটা ঘটনার তদন্ত করছে ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্ট এর পুলিশ।