জহিরুল হক,১৯জুলাই, শিলিগুড়ি: কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরেও সমস্যায় একাধিক সাধারণ মানুষ।সোমবার শিলিগুড়ির জলপাই মোড়ের নতুন পাড়ার 5 নম্বর ওয়ার্ডে covid ভ্যাকসিন সেন্টারের সামনে সাধারণ মানুষেরা বিক্ষোভে সামিল হন।তাদের অভিযোগ গত 17 ই জুন শিলিগুড়ির নতুনপাড়া ভ্যাকসিন সেন্টার থেকে প্রথম ডোজ নিয়েছিলেন এবং গত 17 জুলাই দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য যখন চাম্পাসারীর একটি ভ্যাকসিন সেন্টারে যান সেখানকার স্বাস্থ্যকর্মীরা তাদের স্লিপ দেখার পর তাদের জানায় যে এখনো পর্যন্ত তাদের কোন টিকা নেওয়া হয়নি।
কম্পিউটারে নো ভ্যাকসিন দেখাচ্ছে এই কথা শোনার পর ক্ষোভে ফেটে পড়েন টিকা নিতে আসা মানুষেরা ,,অবশেষে আবার তারা যেখান থেকে প্রথম ডোজ নিয়েছিলেন সেখানেই এই বেপারে জানতে গেলে আজ স্বাস্থ্যকর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন।তাদের অভিযোগ এই ব্যাপারে কোনরকম গুরুত্ব দিচ্ছেন না স্বাস্থ্য দফতরের কর্মীরা বলে অভিযোগ করছেন সাধারণ মানুষেরা।
অন্যদিকে এই বিষয়ে স্বাস্থ্য কর্মীদের কাছ থেকে জানতে চাওয়া হলে তারা জানায় এই অভিযোগ ভিত্তিহীন। এই নিয়েই আজ সকাল থেকেই প্রচুর মানুষ শিলিগুড়ি 5 নম্বর ওয়ার্ড নতুনপাড়া কোভিড ভ্যাকসিন সেন্টারের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।
অবশেষে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।