ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,৫আগস্ট,মালদা: কলকাতা গামি যোগবানি এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরা থেকে খাঁচা সমেত শতাধিক টিয়া পাখি উদ্ধার করল মালদা টাউন জিআরপি। গত জুলাই মাসের ২৭ তারিখে ডাউন কলকাতাগামী যোগবানি এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় হাজারখানেক টিয়া পাখি উদ্ধার করেছিল আরপিএফ। এবার আবারো ঐ যোগবানি এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরা থেকেই টিয়া পাখি উদ্ধার হল।
গোপন সূত্রে খবর পেয়ে ডাউন কলকাতাগামী যোগবানি এক্সপ্রেস এর S4 সংরক্ষিত কামরা থেকে চারটি খাঁচা সমেত মোট ১২৪ টিয়া পাখি উদ্ধার করে মালদা টাউন জিআরপি।
তবে পুলিশের আসার দেখেই অভিযুক্ত পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। মালদা টাউন জিআরপি থানার আধিকারিকরা বনদপ্তর হাতে উদ্ধার হওয়া টিয়া পাখি গুলি তুলে দেয়।
উদ্ধার হওয়া ১২৪ টি টিয়াপাখির গুলির মধ্যে একটি টিয়া পাখি খাঁচার ভিতরে মারা গিয়েছিল বলে জানিয়েছে বনদপ্তর। কোথা থেকে কোথায় এই টিয়া পাখি প্রতিনিয়ত পাচার হচ্ছে তা নিয়ে অন্ধকারে গভমেন্ট রেল পুলিশ, আরপিএফ এর পাশাপাশি বনদপ্তরও।