শিলিগুড়ি,১২ জুন,জহিরুল হক: শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর মাটিগাড়া থানার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউটপোস্ট এর পুলিশের অভিযান, উদ্ধার লক্ষাধিক টাকার অবৈধ চোরাই সেগুন কাঠ।
শুক্রবার রাত আট টা নাগাদ গোপন সুত্রের খবরের ভিত্তিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউট পোস্ট এর পুলিশ অভিযান চালিয়ে চটহাট সংলগ্ন এশিয়ান হাইওয়ে থেকে হরিয়ানার নম্বরের একটি সেগুন কাঠ বোঝাই ট্রাক আটক করে। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক মুল্য কয়েক লক্ষ টাকা।তবে
এই ঘটনায় ট্রাক চালক এবং সহকারিচালক পুলিশকে দেখেই গাড়ি দাড় করিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। মাটিগাড়া থানার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউটপোস্ট এর পুলিশ জানায় যারা এই অবৈধ চোরা চালানে যুক্ত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গাড়ির নম্বর থেকেই গাড়ির মালিকের কাছে পৌঁছানোর চেষ্টা চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে ট্রাকটিতে করে প্রচুর অবৈধ চোরাই সেগুন কাঠ বিহারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর আসার পর চটহাট সংলগ্ন এশিয়ান হাইওয়ে থেকে ট্রাকটিকে আটক করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউট পোস্টের পুলিশ।