ফ্ল্যাশ মিডিয়া নিউজ,২৬জুন,অসম: অসম-বাংলা সীমান্ত থেকে আনুমানিক প্রায় দশ লক্ষ টাকার বেআইনি মদ উদ্ধার করল অসম পুলিশ। বক্সিরহাট সংলগ্ন অসমের ছাগলিয়া চেকপোস্ট থেকে ওই মদ বোঝাই ট্রাকটিকে আটক করে পুলিশ। ধুবরি জেলার অতিরিক্ত পুলিশ সুপার রোজী রানী শর্মা জানান, অসম সীমান্ত দিয়ে ট্রাকটি যাচ্ছিল পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে।
সীমান্তের নাকা চেকিং-এ কর্মরত পুলিশের সন্দেহ হওয়ায় ট্রাকটিকে তারা আটক করে। পরে ট্রাকটিকে তল্লাশি করতে গিয়ে ভুট্টার বস্তাভর্তি ট্রাকের ভেতরে প্রচুর পরিমাণ বিদেশি মদের কার্টুন পাওয়া যায়। পরে তারা চালকসহ ট্রাকটিকে ছাগলিয়া থানায় নিয়ে যায়।এর পর অতিরক্ত পুলিশ সুপারের উপস্থিতি তল্লাশি করে পুলিশ ট্রাক থেকে ৩০০ কার্টুন দামি মদ উদ্ধার করে।
প্রতিটি কার্টুনে চব্বিশটি করে মদের বোতল ছিল বলে জানা গিয়েছে। কিন্তু ট্রাকচালক ও তার সঙ্গী মদ গুলির কোন বৈধ কাগজ দেখাতে পারেনি। তাই এই পাচারের কাজে অভিযুক্ত সন্দেহে পুলিশ ট্রাকচালক ও তার সহকারী চালককে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায় অরুণাচল থেকে অসম বাংলা হয়ে অন্ধ্রপ্রদেশের দিকে মদ গুলি নিয়ে যাওয়া হচ্ছিল । কোন বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ ট্রাকসহ মদগুলিকে বাজেয়াপ্ত করে এবং ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।