ফ্ল্যাশ মিডিয়া নিউজ, ১১সেপ্টেম্বর, মালদা:
গণেশ চতুর্থীতেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দুর্গার প্রতিরূপ মূর্তি গড়ে তার কোলে গণেশ কে বসিয়ে পুজো দিলেন মালদার হরিশ্চন্দ্রপুরের জাগরন সংঘ ক্লাব। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাজকর্মে অনুপ্রাণিত হয়ে ক্লাব সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দেবী দুর্গার সঙ্গে তুলনা করে রাজ্য সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প জনসাধারনের সামনে তুলে ধরেছেন বলেই জানিয়েছেন।
উদ্যোক্তাদের বক্তব্য রাজ্যের উন্নয়ন এবং নানান রকম প্রকল্পই তাদের গণেশ পুজোর থিম, এলাকার তৃণমূল নেতা-কর্মী সমর্থকদের দ্বারা পরিচালিত হরিশ্চন্দ্রপুরের জাগরন সংঘ ক্লাবে মুখ্যমন্ত্রীর আদলে দেবী প্রতিমা দর্শনার্থীদের নজর কেড়েছে।
বিগত ১০ বছরের বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে দশভূজা দুর্গার মতন রক্ষা করে চলেছেন বলেই দাবি ক্লাবের সদস্যদের। হরিশ্চন্দ্রপুরের জাগরন সংঘ ক্লাব সম্পাদক বুলবুল খান এর বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী এরপর এক জন-কল্যাণকর প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষদের সাহায্য করছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কে দেবী দুর্গার সাথে তুলনা করে তারা দশোভূজার মূর্তি বানিয়েছেন এবং তার কোলে দুর্গার পুত্র গণেশ কে বসিয়ে গণেশ চতুর্থীতে গণেশ বন্দনা করছেন।
মণ্ডপে দেখা গেল দেবী দুর্গার প্রতিরূপ মমতা বন্দ্যোপাধ্যায় নীল সাদা শাড়িতে। দেবীর আট হাতে রয়েছে কন্যাশ্রী, সবুজ সাথীর মত বিভিন্ন ধরনের প্রকল্পের চিত্র। আর দুই হাতে গনেশকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন মা। অভিনব এই গণেশ পুজো দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর-দূরান্ত থেকেও পুণ্যার্থীরা।