প্রসেনজিৎ রাহা, ১১সেপ্টেম্বর, কলকাতা: ‘দুয়ারে সরকার’ শিবিরের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ আগস্ট থেকে এখনও পর্যন্ত ৩ কোটিরও বেশি মানুষ ‘দুয়ারে সরকার’ শিবিরে এসে নানা প্রকল্পের সুবিধা নিয়েছেন বলেই টুইটে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি রাজ্য সরকারি আধিকারিকদের জানিয়েছেন শুভেচ্ছাও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে ‘দুয়ারে সরকার’ শিবিরের উচ্ছ্বসিত প্রশংসা করেন । টুইটে তিনি লেখেন, “১৬ আগস্ট থেকে ৩ কোটিরও বেশি মানুষ ‘দুয়ারে সরকার’ শিবিরে এসেছেন। তিনি দুয়ারের সরকারের কর্মকাণ্ড নিয়ে অত্যন্ত খুশি। এই উদ্যোগকে সফল করার জন্য রাজ্য সরকারের সমস্ত কর্মী-আধিকারিকদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি বাংলার মানুষকেও ধন্যবাদ জানিয়েছেন। কারণ, তাঁরা ক্যাম্পে এসে সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন।”চলতি বছরের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে ‘দুয়ারে সরকার’ শিবিরের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র দান, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জয় জহর, ১০০ দিনের কাজ-সহ মোট ১০টি প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এই সব প্রকল্পগুলি সম্পর্কে অভাব-অভিযোগ শুনতে গ্রামীণ ও পুরসভা এলাকায় শিবির করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মাত্র কয়েকদিনের মধ্যে ব্যাপক সাফল্য পেয়েছিল ‘দুয়ারে সরকার’ শিবির।
তৃতীয়বার বিপুল ভোট পেয়ে মসনদ দখলের নেপথ্যে ‘দুয়ারে সরকার’ শিবিরের যথেষ্ট প্রভাব ছিল বলেও দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। ওয়াকিবহাল মহলের মতে, সেকথা মাথায় রেখেই আবারও গত ১৬ আগস্ট থেকে ‘দুয়ারে সরকার’ শিবির চালু হয়। এবারও ব্যাপক সাফল্য পেয়েছে ‘দুয়ারে সরকার’।