তনময় চক্রবর্তী,২৩আগস্ট, শিলিগুড়ি:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর দুর্গা পুজোর আগে পুরোহিতের কথা চিন্তা ভাবনা করে রাজ্যের প্রায় পাঁচ হাজার পুরোহিতকে প্রত্যেক মাসে একহাজার টাকা করে ভাতা দেওেয়ার কথা ঘোষণা করেন। সেই ভাতা ঘোষণা হবার পরই পুরোহিতরা ভাতা পাওয়ার জন্য ফর্ম ফিলাপ করে জমা করেন। কিন্তু এক বছর কেটে গেলও কিছু পুরোহিত ভাতা পেলেও অধিকাংশ পুরোহিতরা এখনো ভাতা পাননি।
উত্তরবঙ্গ উন্নয়ন পুরোহিত সমাজ কল্যাণের সম্পাদক বিকাশ রায় বলেন গত 2009 সাল থেকে পুরোহিত ভাতা নিয়ে তারা উত্তরবঙ্গে আন্দোলন করে চলেছেন। 2020 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোর আগে পুরোহিতদের কথা চিন্তা করে ভাতা প্রদান করা হবে বলে ঘোষণা করেন।
সেই অনুসারে উত্তরবঙ্গ পুরোহিত সমাজকল্যাণের প্রায় ৫০০ সদস্য এই ভাতা পাওয়ার আশায় ফর্ম জমা করেন। এই সরকারি ভাতা পাওয়ার জন্য ফর্ম জমা করার আগে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন হল ঘরে একটি সভাও করেন উত্তরবঙ্গ উন্নয়ন পুরোহিত সমাজ কল্যাণ সমিতি ।
সেই সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের নেতা তথা পৌর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য রঞ্জন সরকার। সেখানে রঞ্জন সরকার বলেছিলেন দার্জিলিং জেলা এর যতজন পুরোহিত রয়েছেন তাদের ফর্ম জমা করার জন্য। সেই অনুসারে ১৩৫ জন পুরোহিত ফর্ম জমা দেন। সেই জমা করা ফর্মের মধ্যে ১১৮ জন পুরোহিতের নাম ঘোষণা করা হয়।
উত্তরবঙ্গ উন্নয়ন পুরোহিত সমাজ কল্যাণের সম্পাদক বিকাশ রায় বলেন কাগজ-কলমে ১১৮ জন পুরোহিত সরকারি ভাতা পাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিং জেলায় অধিকাংশই পুরোহিতই ভাতা পাচ্ছেন না। শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ১৪টি ওয়ার্ড রয়েছে জলপাইগুড়ি জেলার মধ্যে, সেখানকার কোন পুরোহিতই পাচ্ছেন না এই ভাতা।
পুরোহিত ভাতা নিয়ে শিলিগুড়ি উত্তরবঙ্গ পুরোহিত সমাজ কল্যাণের সদস্যরা পৌর কর্পোরেশন এর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের ও রঞ্জন সরকারে সাথে কথা বলতে গেলে তারা বলেছেন খুব শীঘ্রই যে সকল পুরোহিতরা সরকারি এই ভাতা পাচ্ছেন না তাদের হাতে এই ভাতা প্রদান করা হবে। এই প্রসঙ্গে রঞ্জন সরকার বলেন করোণা অতি মারির কারণে সরকারি দপ্তর গুলী তে ৫০℅ কর্মী নিয়ে কাজ করা হচ্ছে।
রাজ্য সরকার এই প্রকল্প ঘোষণা করার পরই করোণার কারণে সরকারি কাজকর্ম বন্ধ হয়ে পড়ে। সেই কারণে বেশকিছু পুরোহিতরা কাগজ পত্র জমা দিলেও তারা করোনার জন্য কাজকর্ম বাধাপ্রাপ্ত হওয়াতেই এই ভাতা পাচ্ছেন না। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নেতা তথা শিলিগুড়ি পুরো বোর্ডের প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার বলেন অধিকাংশই পুরোহিতরা এই ভাতা পাবেন।
এদিকে শিলিগুড়ির বিজেপির বিধায়ক শংকর ঘোষ বলেন বর্তমান রাজ্য সরকার রাজ্যে একের পর এক প্রকল্প ঘোষণা করে যাচ্ছে। কিন্তু সেই প্রকল্পগুলি সুযোগ-সুবিধা সাধারণ মানুষ ঠিকমতন পাচ্ছেন না। রাজ্য সরকার পুরোহিতের জন্য যে ভাতা ঘোষণা করেছেন তা থেকে অধিকাংশই পুরোহিতরাই বঞ্চিত রয়েছেন।
শংকর বাবুর অভিযোগ বর্তমান সরকার পুরোহিতদের ভাতা দেওয়ার নাম করে বোকা বানানোর চেষ্টা করছে। তিনি বলেধ পুরোহিতরা পূজা-পার্বণ করেন, পুরোহিতরা এই রাজ্যের সরকারকে কোনদিন ক্ষমা করবেন না। এদিকে দার্জিলিং জেলা এর বেশকিছু পুরোহিতরা বলছেন প্রত্যেক মাসে তারা রাজ্য সরকারে দেওেয়া এক হাজার টাকা করে ভাতা সঠিকভাবেই তারা পাচ্ছেন। সেই ভাতার টাকা দিয়ে তাদের কিছুটা হলেও সুবিধা হচ্ছে।
আবার কিছু পুরোহিতরা বলছেন তারা ফর্ম ফিলাপ করা সত্ত্বেও সরকারি ভাতা পান নি । সব মিলিয়ে এবারের এই দেখার রাজ্য সরকার অন্যান্য স্থানের মতো উত্তরবঙ্গের সমস্ত পুরোহিতদের ভাতা কবে থেকে মঞ্জুর করেন।