জহিরুল হক, পরিমল রায়, ২রা জুলাই,শিলিগুড়ি: আধুনিক যুগে দাড়িঁয়েও চলছে বাল্যাবিবাহের মত অপরাধ মূলক কাজ৷ বৃহস্পতীবার শিলিগুড়ি শহর সংলগ্ন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহুডাংগীর শিব গঙ্গা হরি মন্দির এলাকায় বাল্যবিবাহ আটকে দিল প্রশাসন৷ দীর্ঘদিন ধরে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প বা কর্মসূচী নিয়েও আটকানো যাচ্ছে এই রূপ অপরাধ৷ কেন্দ্র এবং রাজ্য সরকার একদিকে শিক্ষা ও আর্থিক সাহায্য দিচ্ছে মেয়েদের স্বনির্ভর করে তোলার চেষ্টা করছে অন্যদিকে মানুষ বাল্যবিবাহ আইন অমান্য করে প্রশাসনের নজরের আড়ালে বাল্য বিবাহের মত অপরাধ মূলক কাজে জোরিয়ে পরছে৷
স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার এক নাবালক ও নাবালিকার মধ্যে বিয়ে দেওয়া হচ্ছিল বলে পুলিশের কাছে খবর আসে৷ সেই খবর পুলিশের কাছে আসতেই আমবাড়ি ফাঁড়ির ও.সি. সজল রায়ের নেতত্বে রাজগঞ্জের বিডিও ও বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শশীচন্দ্র বর্মন সোজা পৌঁছে যান সেই বিয়ে বাড়িতে।অবশেষে নাবালক পাত্রের বাড়িতে গিয়ে বিবাহ বন্ধো করে দিল প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে শেষমেষ প্রশাসনোর সামনে দু’পক্ষের বাড়ির লোক মুচলেকা দেয় যে ওরা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তারা আর বিয়ে দেবে না।