জয়া রায়,১লা আগস্ট,শিলিগুড়ি: ছিনতাই হওয়ার ৭২ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর মাটিগাড়া থানার পুলিশ। ধৃত যুবকের নাম মহম্মদ ফারুক। সে কাওয়াখালির বাসিন্দা। ধৃত ওই যুবককে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।
গত ২৭ জুলাই বেলা প্রায় ২ নাগাদ কদমতলার কাছ থেকে এক মহিলার হাতব্যাগ নিয়ে চম্পট দেয় দুজন দুষ্কৃতী। ঐ ব্যাগে মহিলার মোবাইলফোন ক্রেডিট কার্ড এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রী সমস্ত খোয়া যায়। এরপর সুজাতা গৌতম ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন মাটিগাড়া খানায়
। সুজাতা গৌতমের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মেডিকেল মোড়ে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে আসামিকে শনাক্ত করা হয়েছে মাটিগাড়া থানার পুলিশের তরফে। অভিযুক্ত কে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা।