শিলিগুড়ি,১৩জুন,অভিষেক সিনহা: একমাস যাবত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শহরের প্রতিটি থানা এলাকায় লাগাতার অভিযান চালাচ্ছে বেআইনি মদ বিক্রি মজুদ এবং ড্রাগসের বিরুদ্ধে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর নয়া পুলিশ কমিশনার গৌরব শর্মার নির্দেশে চলছে এই স্পেশাল রেড। আর তাতেই মিলছে সাফল্য।
লাগাতার এই অভিযানে এখনো পর্যন্ত কয়েক হাজার লিটার মদ,গাঁজা, ব্রাউন সুগার, নেশার ওষুধ সহ বেশ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শনিবার রাতেও গোপনসুত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ি শহরের ভিন্ন দুটি এলাকা থেকে প্রচুর পরিমান অবৈধ দেশ-বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ।
শনিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে শহরের বিধান পল্লী এলাকায় একটি বাড়িতে এবং ভাঙা পুল এলাকার একটি মুদি দোকানে রমরমা চলছে অবৈধ মদ ব্যবসা। শনিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ এর কাছে এই খবর আসতেই ওই এলাকাগুলিতে হানা দেয় মাটিগাড়া থানার পুলিশ। মিলে যায় সাফল্য।
প্রথমে শিলিগুড়ি ভাঙা পুল এলাকার ওই মুদি দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমান মদ উদ্ধার করার পাশাপাশি ওই দোকানের মালিক রমেশ ছেত্রিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিধান পল্লী এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে সেখান থেকেও প্রচুর পরিমান অবৈধ দেশ-বিদেশি মদ সহ অবৈধ ভাবে মদ বিক্রির অভিযোগে প্রশান্ত তামাং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মাটিগাড়া পুলিশ। ধৃত দুজনকেই আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।