পরিমল রায়়,১৬জুলাই, শিলিগুড়ি: ছয় দফা দাবি নিয়ে শিলিগুড়ি পুর নিগমের ৪নং বোরোর আধিকারিককে স্বারকলিপি জমা দিল ভারতের কমিউনিস্ট পার্টির শিলিগুড়ির কর্মী—সমর্থকেরা৷ শুক্রবার শিলিগুড়ি ৪নং বোরো অফিসে স্বারকলিপি জমা দেন তারা৷ তাদের দাবি ৪নং বোরো এলাকায় পুর নিগমের মাধ্যমে গরীব মানুষরা যে পরিষেবা পেয়ে থাকেন সেই পরিষেবা বিগত চার মাস ধরে বন্ধ। তাই এই করোনা অতিমারীর পরিস্থিতিতে তারা খুব সমস্যায় পরেছেন ৷
তাদের জীবন জিবীকায় ও প্রতিদিনের সাংসারিক জীবনে নেমে এসেছে অভাব ও সংকট৷ তাই গরিব মানুষদের কথা ভেবে বর্তমান পরিস্থিতিতে তাদের জন্য পরিষেবার দাবিতে বোরো আধিকারিককে স্বারকলিপি দেয় ভারতের কমিউনিস্ট পার্টি৷
তাদের দাবি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়মিত করতে হবে৷গরিব মানুষকে মাসিক চাল প্রদান করতে হবে ৷
জঞ্জাল মুক্ত ওয়ার্ড ব্যবস্থা করা সহ ছয় দফা দাবি নিয়ে স্বারকলিপি জমা দেন তারা৷ এদিনের কর্মসূচীতে উপস্তিত ছিলেন শিলিগুড়ি ৪নং বোরো এলাকার সিপিআইএম কর্মী—সমর্থকেরা৷