Saturday, December 9, 2023
Home উত্তরবঙ্গ ভূয়ো টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়লেন মিমি

ভূয়ো টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়লেন মিমি

ফ্ল্যাশ মিডিয়া নিউজ,২৬জুন,কসবা:  হঠাৎই অসুস্থ মিমি চক্রবর্তী । শুক্রবার মাঝরাত থেকেই পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন মিমি। ব্যথা না কমায় আজ সকালে ডাক্তার আসেন তাঁকে দেখতে। জানা গিয়েছে সিভিয়ার ডিহাইড্রেশন রয়েছে মিমির। রক্তচাপও কমে গিয়েছে। মঙ্গলবারই ভুয়ো IAS অফিসার দেবাঞ্জন দেবের আয়োজিত টিকাকরণ শিবির থেকে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন অভিনেত্রী সাংসদ মিমি। তার জেরেই কি অসুস্থ তৃণমূল সাংসদ? এই প্রশ্নই উঠছে অনেকের মনে।

কসবার ১০৭ নম্বর ওয়ার্ডের ভুয়ো টিকাকরণ শিবিরের পর্দা ফাঁস করেছিলেন মিমি চক্রবর্তীই। গত মঙ্গলবার তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে কোভিড টিকা নিয়েছিলেন তৃণমূল সাংসদ। জানিয়েছিলেন সাধারণ মানুষকে টিকা নিতে উৎসাহ দিতেই ক্যাম্পে গিয়ে সকলের সঙ্গে টিকা নিয়েছেন তিনি। কিন্তু টিকা নেওয়ার পর মোবাইলে মেসেজ না আসার পরই মিমির সন্দেহ শুরু হয়। ক্যাম্পে গিয়ে সার্টিফিকেট চাইলে বলা হয় তিন-চারদিন পর সার্টিফিকেট পাওয়া যাবে। তাতেই সন্দেহ আরও বাড়ে। এরপরই নাকি পুলিশের সঙ্গে যোগাযোগ করে টিকাকরণ প্রক্রিয়া থামিয়ে দেন মিমি।

পরে ভুয়ো IAS অফিসার দেবাঞ্জন দেবকে গ্রেপ্তার করে পুলিশ। জালিয়াতির এই জাল কতদূর বিস্তৃত ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ঘটনায় সুশান্ত দাস, রবিন শিকদার এবং শান্তনু মান্না নামের আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে CBI দাবি তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী সন্দীপন দাস। কসবার ওই ক্যাম্পে সোনারপুর এলাকার কয়েকজন বাসিন্দাও টিকা নিয়েছিলেন।

সেই সূত্রেই ঘটনার তদন্ত চেয়ে আবার থানায় অভিযোগ জানিয়েছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র । এদিকে গত বৃহস্পতিবার ইনস্টাগ্রাম ভিডিওতে মিমি জানিয়েছিলেন তাঁর শারীরিক অবস্থা ঠিক আছে। বাকিদেরও সতর্ক থাকার অনুরোধ করেছিলেন তারকা সাংসদ।

কিন্তু শুক্রবার রাত থেকেই মিমি অসুস্থ হয়ে পড়েন। মিমির অসুস্থতার খবরে চিন্তিত তাঁর অনুরাগীরা। অভিনেত্রী-সাংসদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রত্যেকে।গোটা ঘটনাটি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকারও, চলছে তদন্ত প্রক্রিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে শিলিগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২৫ নভেম্বরঃ ফের অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগমএকের পর এক শহরে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে শিলিগুড়ি...

ভয়া*বহ আ*গুন আসানসোলের কুলটি স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ শনিবার সকালে ভয়াবহ আগুন লেগে গেল আসানসোলের কুলটি স্টেশনে। আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি, এই ঘটনায় কোন হতাহতের খবর...

এ এক আশ্চর্য রহস্য! জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমান!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ মধ্যপ্রাচ্যের আকাশে জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমানগুলো, ঘনাচ্ছে রহস্য।এ এক আশ্চর্য রহস্য! মধ্যপ্রাচ্যের আকাশে ওড়ার সময় অনেক ক্ষেত্রেই জিপিএস...

গোষ্ঠীকোন্দল মেটাতে বঞ্চিত’দের কাছে টানলেন মমতা!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ২৪ নভেম্বরঃ 'বঞ্চিত’দের কাছে টানলেন মমতা, লোকসভার আগে গোষ্ঠীকোন্দল মেটাতে আসরে তৃণমূল নেত্রী।সামনেই লোকসভা ভোট। তাঁর আগে জেলায় জেলায় কর্মীদের অন্তর্কলহ প্রকাশ্যে...

Recent Comments