ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,৬আগস্ট,মালদা: ৪ টি আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার কাটাগর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ ঐ অস্ত্র ওই কারবারিকে গ্রেফতার করে পুলিশ।ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম মিনাতুল্লাহ শেখ, বয়স ৩৩। অভিযুক্তের বাড়ি কালিয়াচক থানার মুচেহার পাড়া এলাকায়।
ধৃতর কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে চারটি আগ্নেয়াস্ত্র।পুলিশের অনুমান কাউকে বিক্রি করার জন্য আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে কাটাগরে এলাকায় দাঁড়িয়ে ছিল ধৃত মিনাতুল্লাহ শেখ।গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ওই যুবককে গ্রেফতার করে।এই ঘটনায় আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা তা ধৃত কে জিজ্ঞেস করে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। কারণ পুলিশ এখন এই বিষয়টিই জানতে চাইছে,চারটি আগ্নেয়াস্ত্র কাকে বিক্রি করতে এসেছিল অভিযুক্ত।