ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,৭আগস্ট,শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া অঞ্চলের শিবমন্দির স্থিত সাব ইনস্পেক্টর অফ স্কুল ও সিপিসি অফিসে শুক্রবার রাতে একটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। এস আই অফিসের কর্মীরা শনিবার সকালে অফিসে ঢুকতেই দেখেন প্রতিটি দরজার তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। এমনকি অফিসের ভেতরে বিভিন্ন জায়গায় রক্ত জমাট অবস্থায় পড়ে রয়েছে, কর্মীরা অফিসের ভেতরে ঢুকতেই দেখেন বাথরুম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় থাকা পানীয় জলের কল ও বেসিন সহ বিভিন্ন রকম দামি যন্ত্রাংশ ভেঙে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। অফিসের সমস্ত আলমারি টেবিল ভাঙাচোরা অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ জিনিস যেমন চেকবুক ও নথি সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। দুষ্কৃতী দল অফিসে ঢুকে পুরো অফিস তছনছ করে দিয়ে যায় বলে জানান ওই অফিসের কর্মীরা। বিষয়টি নিয়ে অফিসের এসআই শান্তনু সরকারকে প্রশ্ন করা হলে তিনি জানান, লকডাউন এর মধ্যে এরকম ঘটনা অনবরত সব জায়গায় ঘটেই চলেছে, সেরকমই ঘটনা তাদের এই এস আই অফিসেও ঘটে গেলো রাতের অন্ধকারে, তিনি বলেন অফিসের কোনো নিরাপত্তা কর্মী না থাকাতেই এই ঘটনা ঘটেছে। অফিসের বাইরে থাকা একটি বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে সেই চুরির ঘটনার বিবরণ কিছুটা পাওয়া গিয়েছে । চুরির ঘটনা নিয়ে মাটিগাড়া থানাতে অভিযোগ জানানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার পুলিশ। তবে অফিস থেকে কি কি খোয়া গিয়েছে সেই বিষয়ে এখনো বিস্তারিত তথ্য মাটিগাড়া থানার পুলিশকে দেওয়া সম্ভব হয়নি। অফিসের কর্মীরা সমস্ত বিষয় খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।