ভাস্করবর্মন,৩০জুন,মাথাভাঙ্গা: মাথাভাঙ্গার ২নং ব্লক এর ফুলবাড়ী অঞ্চলের তফসীতলা ঘাটে জলঢাকা নদীতে মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ নদীতে মাছ ধরতে গিয়ে নদীর জল বাড়ায় নদীর মাঝখানে আটকে যায়,৪ জন যুবক।
জানা যায় বুধবার সকলে পরিবারের লোকজন মাথাভাঙ্গা ২ ব্লক বিডিওর সাথে যোগাযোগ করলে, আজ উদ্ধার কাজ তদারকিতে ছুটে আসেন মাথাভাঙ্গা মহকুমায় SDO অচিন্ত্য কুমার হাজরা ,মাথাভাঙ্গা সিভিল ডিফেন্স, মাথাভাঙ্গা SSB রেস্কিউ টিম সহ ঘোকসাডাঙ্গা থানার ওসি দেবাশীষ রায় সহ পুলিশ আধিকারিকরা।
এলাকার বাসিন্দা হরিপদ বর্মন জানান গতকাল দুপুর ১২টা নাগাত প্রানবল মজুন্দার,বিনয় বর্মন,সঞ্জীব সরকার,জগবন্ধু মজুন্দার নামে চার জন মাছ ধরার উদ্যেশে জলঢাকা নদীতে যান। কিন্তু গতকাল মঙ্গলবার ২টার দিকে জলঢাকা নদীতে জল বাড়ায় তারা মাঝ নদীতে আটকে পড়ে, এখন উদ্ধারকার্য চলছে । উদ্ধার করা সম্ভব হয়নি তাদের।