মালদা,১৯জুন,প্রসেনজিৎ রাহা: মালদার কালিয়াচকে মর্মান্তিক ঘটনা। বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল একই পরিবারের চার সদস্যের দেহ। বাড়িরই এক যুবকের বিরুদ্ধে ওই চারজনকে খুনের অভিযোগ উঠল। পলাতক যুবকের খোঁজ শুরু করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার পুরাতন ১৬ মাইল এলাকায়। অভিযুক্তের নাম মহম্মদ আখির মেহবুব। বাবা, মা, বোন ও দিদাকে খুনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান কয়েক দিন নয়, সম্ভবত কয়েক মাস আগে খুনগুলি করেছে অভিযুক্ত।
স্থানীয় সূত্রে খবর, গত তিন-চার মাস ধরে ওই বাড়ির চার সদস্যকে দেখতে পাওয়া যাচ্ছিল না। মহম্মদ আখিরকে সেই বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যেত সে। বাড়ির সদস্যরা বাইরে ঘুরতে গিয়েছেন বলে জানাত মহম্মদ আখির। তবে গত কয়েকদিন ধরে অভিযুক্তের গতিবিধি দেখে স্থানীয়দের মনে সন্দেহ দানা বাঁধে। এরপর আজ বাড়ির জলের ট্যাঙ্কে এক সদস্যের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।এর পর পুলিসে খবর দেওয়া হয়। পুলিস এসে ওই ট্যাঙ্ক থেকে মোট চারজনের দেহ উদ্ধার করে।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। ইতিমধ্যে তাঁর খোঁজ শুরু করেছে পুলিস। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু কী কারণে ছেলের হাতে বাবা-মা, নাতির হতে ঠাকুরমা এবং দাদার হাতে বোন খুন হয়েছে তা বুঝে উঠতে পারছেনা স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ।