সৈয়দ নিজাম,১১জুলাই,মেটেলি: চাকরি দেওয়ার নাম করে প্রতারনা করার অভিযোগে শনিবার রাতে মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা এলাকার একটি রিসোর্ট থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল জলপাইগুড়ি জেলার মেটেলি থানার পুলিস। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে পেশায় শিক্ষক ঐ ব্যক্তি নিজেকে হিউম্যান রাইটসের অফিসার পরিচয় দিয়ে প্রাইমারি স্কুলে চাকরি দেবার দেবার নাম করে কয়েকজন যুবকের থেকে টাকা নেয়। এমনকি টাকা নেবার জন্য একটি রিসোর্টের একাউন্ট নম্বর ও দেয় ঐ ব্যক্তি। এরপরই এক চাকুরিপ্রার্থী যুবকের বিষয়টি সন্দেহ হওয়ায় সেই যুবক বিষয়টি মেটেলি থানার পুলিশকে জানায়।
এরপর রাতেই পুলিস এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশের মেটেলি থানা। ওই ব্যক্তি কি কারনে টাকা নিচ্ছিলেন এবং প্রতারিতরা কি কারণে তাকে টাকা দিয়েছিলেন গোটা বিষয় খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ এখনই ওই ব্যক্তির নাম প্রকাশ্যে আনেনি।ওই ব্যক্তির সাথে আরো কেউ জড়িয়ে রয়েছে কিনা তার তদন্ত করছে পুলিশ।