প্রসেনজিৎ রাহা,১ল জুলাই,শিলিগুড়ি: কখনও রোদ, কখনও বৃষ্টির দাপটে গরম বাড়ছে রাজ্যে। ভ্যাপসা আবহাওয়ার মাঝে দু এক পশলা বৃষ্টি উত্তাপ বাড়িয়ে দিচ্ছে অনেকটাই। তবে আগামী কয়েক ঘন্টায় গাঙ্গেয় উপকূলের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের চরম সতর্কতা জারি করল হাওয়া অফিস। বৃহস্পতিবার দুপুরের মধ্যে নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতেও বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে , কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বাড়তে পারে নদীর জলস্তর৷ পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে।
গত দুইদিন ধরেই প্রবল বর্ষণে ভাসছে উত্তরবঙ্গের একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী ৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায়৷ মঙ্গলবার এবং বুধবারের টানা বৃষ্টিপাতে জলপাইগুড়ি জেলার এবং ডুয়ার্সের বিভিন্ন অংশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
টানা বৃষ্টিতে জল জমে ছিল শহর শিলিগুড়িতেও। জলের তলায় চলে গিয়েছিল শিলিগুড়ি পৌরনিগম এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড। অপরদিকে শহর লাগোয়া পঞ্চায়েত এলাকাতেও টানা বৃষ্টিপাতের ফলে জল জমতে শুরু করেছে। মঙ্গল-বুধবারের মতো বৃহস্পতিবার সকাল থেকেও আকাশ কালো। মাঝে মাঝে ঝিরঝিরিয়ে বৃষ্টি চলছে চার দিকে।
মঙ্গল-বুধবারের মতো আবারো ভারী বৃষ্টিপাত হলে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেই মনে করছে প্রশাসন। আর সেই কারণেই ত্রাণ থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, সবদিক থেকে তৈরি রাজ্য প্রশাসন।