জনার্দন রায়,১লা জুলাই,ধূপগুড়ি: বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে ধূপগুড়িতে খুন হল এক ব্যক্তি , অভিযোগ মৃতের পরিবারের । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৮ টা নাগাদ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতাগ্রাম-১ নং গ্রাম পঞ্চায়েতের হরিনখাওয়া সংলগ্ন বামনটারি এলাকায়। বুধবার পাঠ খেতে একটি মৃতদেহ স্থানীয়রা দেখতে পান।
এরপর তারা কাছে গিয়ে দেখেন দেহটি স্থানীয় শিস কুমারের। এরপর স্থানীয় বাসিন্দারা তার বাড়ির লোকজনকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিশ কুমার রায়ের আত্মীয়-স্বজন। তার বাড়ি ধুপগুড়ির হরিন খাওয়া এলাকায়। মৃতের স্ত্রী সবা রায়ের দাবি, স্থানীয় এক মহিলার সাথে বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরেই এই ঘটনা ঘটেছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ির পুলিশ হাজির হয় এবং মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। ধূপগুড়ি থানার পুলিশ জানিয়েছে, পরকীয়ার জেরেই খুনের অভিযোগ উঠেছে মৃতের পরিবারের তরফ থেকে। পুলিশ তদন্তে জানতে পেরেছে শিস কুমার রায়ের সঙ্গে ঐ মহিলা গত দুই মাস নিখোঁজও ছিল।সম্প্রতি তারা দুজনেই বাড়িতে ফিরে আসে।এরপর বুধবার বিকালে ঐ মহিলা এবং তার স্বামী পরিকল্পনা করে শিসকে ডাকে এবং পাট ক্ষেতের মাঝে তাকে খুন করে ফেলে দেয় বলে অভিযোগ করেছে মৃতের স্ত্রী।
জানা গিয়েছে শিস কুমার রায় পেশায় দিনমজুর এবং তার পরিবারে স্ত্রী ছাড়াও এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি থানার পুলিশ সুত্রে জানা গেছে এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।পুর্নাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত খুনের কারন সর্ম্পকে স্পষ্ট বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ধুপগুড়ি থানার আইসি সুজয় টুনগা। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টের দিকেই নজর রাখছে পুলিশ।