শিলিগুড়ি, ৩রা জুন,প্রসেনজিৎ রাহা: ফের
মিউকরমাইকোসিসের বলি এক। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার মধ্যরাত্রে ওঙ্কারনাথ চৌধুরী নামে এক ব্যক্তি মারা যান ছত্রাকের আক্রমণে। ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি শিলিগুড়ির প্রধাননগরের মিলন মোড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। করোনায় সংক্রামিত হয়ে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে করোনামুক্ত হলেও তিনি ছত্রাকে আক্রান্ত হন। বুধবার তাঁকে ওই বেসরকারি হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেলে রেফার করা হয়। সেখানেই ভেন্টিলেশনে ছিলেন রাখা হয়েছিল ওই ব্যক্তিকে। এরপর সেখানেই বুধবার গভীর রাতে মারা যান ওই ব্যক্তি। এই নিয়ে পরপর দু’দিনে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা গেলেন মিউকরমাইকোসিসের আক্রমণে। বুধবারই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান নগর এর এক মহিলা এবং জলপাইগুড়ি জেলার গজলডোবার এক মহিলার মৃত্যু হয়েছিল ব্ল্যাক ফাঙ্গাসে।
করোনা আতঙ্কের মধ্যে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে । করোনার পাশাপাশি এই রোগের আতঙ্কও ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে বুধবার জলপাইগুড়িতে এক সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গের করোনা মোকাবিলার বিশেষ ভারপ্রাপ্ত আধিকারিক ডাঃ সুশান্তকুমার রায় জানান, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে নতুন গাইডলাইন জারি করা হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরকে ওই গাইডলাইন পৌঁছে দেওয়া হবে। আম জনতার মধ্যেও ওই গাইডলাইন এর প্রচার করা হবে। মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করে প্রাচারিত গাইডলাইন মেনে চলার পরামর্শ দেন তিনি। সাধারণ মানুষের কাছে তিনি সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন। প্রসেনজিৎ রাহার রিপোর্ট ফ্ল্যাশ মিডিয়া নিউজ।