জহিরুল হক,২২আগস্ট, শিলিগুড়ি: আবার ও বড়সর সাফল্য এন,জে, পি থানা পুলিশ।গাজা সহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করলো এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।তদন্তের স্বার্থে ধৃতদের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।বেশকিছুদিন যাবৎ কলকাতা সহ ভীনরাজ্যে গাজা পাচারের মুল করিডর হয়ে উঠেছে শহর শিলিগুড়ি।
মাঝে মধ্যেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অভিযানে ফুলবাড়ি,জটিয়াকালি মাটিগাড়া সহ বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমানে গাজা।তার পরেও পুলিশের চোখে ধুলো দিয়ে এই অসাধু ব্যাবসায়িরা অবাধে এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
শনিবার আরোও একবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রে খবর পেয়েই ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালী থেকে একটি পিকআপ ভ্যান আটক করে এবং সেই গাড়িতে তল্লাশি চালিয়ে থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করে এন, জে, পি পুলিশ।যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা।
এই ঘটনায় বক্সীর হাটের বাসিন্দা ইলিয়াস রহমান,তুফান গঞ্জের বাসিন্দা তালেব হুসেন কে গ্রেপ্তার করে পুলিশ।এরা এর আগেও একাধিক বার অবৈধ কার্যকলাপের সাথে যুক্ত ছিল।পুলিশ সুত্রে জানাগেছে এদিন কুচবিহার থেকে কলকাতার উদ্দেশ্য ফুলবাড়ি হয়ে এই গাজার প্যাকেট গুলি নিয়ে যাওয়া হচ্ছিল।তদন্তের জন্য রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানায় পুলিশ।