জহিরুল হক,৮আগস্ট, শিলিগুড়ি: গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করলো এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।দির্ঘদিন ধরেই গাঁজার ব্যাবসার সঙ্গে যুক্ত ছিল ধৃত বলেই জানিয়েছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশের নজরও ছিল তার উপর।তাকে ধরতে দির্ঘদিন ধরে ফাঁদও পেতেছিল এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।অবশেষে মিলে গেল সাফল্য।
শনিবার ফুলবাড়ির শ্রীনগর কলোনী থেকে পুলিশের জালে ধরা পরে জয়ন্ত বৈদ্য নামে ঐ যুবক।তার কাছে থেকে উদ্ধার হয় ৮ কেজি গাঁজা। যার বাজার মুল্য ৬৪ হাজার টাকা।ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।