Friday, December 1, 2023
Home উত্তরবঙ্গ পাহাড়ে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন রাজনৈতিক দল

পাহাড়ে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন রাজনৈতিক দল

প্রসেনজিৎ রাহা, ২১আগস্ট, দার্জিলিং: জল্পনার অবসান। গোর্খা জনমুক্তি মোর্চার ২ এর পরিবর্তে তৈরি হচ্ছে পাহাড়ে নতুন রাজনৈতিক দল। ইতিমধ্যে গোর্খা জনমুক্তি মোর্চা থেকে পদত্যাগ করেছেন সভাপতি বিনয় তামাং। তারপরেই গোর্খা জনমুক্তি মোর্চার ২এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে পাহাড়ের রাজনীতিতে। পদত্যাগের পর দলের সভাপতি হিসেবে দলের দায়িত্বভার গ্রহণ করে অনিত থাপা। এর পরে বহু বছর পর একসাথে বৈঠক করে বিমল গুরুং – বিনয় তামাং। শুরু হয় পাহাড়ে রাজনীতির নতুন সমীকরণ,তখনই পাহাড় জুড়ে জল্পনা তৈরি শুরু হয় তাহলে কি অনিত থাপা তৈরি করতে পারে নতুন রাজনৈতিক দল?তবে সেই জল্পনা সম্পূর্ণ গুজব বলে তখন জানায় গোর্খা জনমুক্তি মোর্চার দুই এর নেতারা।

তবে শুক্রবার রাতে দার্জিলিঙের ম্যালে একটি বেসরকারি হোটেলে মোর্চার ২ এর প্রায় ১২০ জনকে নিয়ে বৈঠক সারলেন অনিত থাপা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাহাড়ের মোর্চার ২ এর নেতা অনিত থাপা জানান নতুন সমীকরণ হচ্ছে পাহাড়ের রাজনীতিতে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আত্মপ্রকাশ ঘটবে নতুন রাজনৈতিক দলের। তবে নতুন দলের নাম ও নিতি নিয়ে সেদিনই জানা যাবে বললেও জানান অনিত।

তবে রাজনৈতিক মহলের প্রশ্ন একটাই, নতুন দল হলে তারা কাদের সমর্থন জানাবে? কেননা পাহাড়ের রাজনীতি সবসময়ই কখনো রাজ্য বা কখনো কেন্দ্রের শাসকদলের সমর্থনেই চলে। সেই কারণেই নতুন যে রাজনৈতিক দল পাহাড়ে আত্মপ্রকাশ করতে চলেছে সেই দল কোন দিকে সমর্থনের হাত বাড়িয়ে দেবে এখন সেটাই দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে শিলিগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২৫ নভেম্বরঃ ফের অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগমএকের পর এক শহরে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে শিলিগুড়ি...

ভয়া*বহ আ*গুন আসানসোলের কুলটি স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ শনিবার সকালে ভয়াবহ আগুন লেগে গেল আসানসোলের কুলটি স্টেশনে। আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি, এই ঘটনায় কোন হতাহতের খবর...

এ এক আশ্চর্য রহস্য! জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমান!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ মধ্যপ্রাচ্যের আকাশে জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমানগুলো, ঘনাচ্ছে রহস্য।এ এক আশ্চর্য রহস্য! মধ্যপ্রাচ্যের আকাশে ওড়ার সময় অনেক ক্ষেত্রেই জিপিএস...

গোষ্ঠীকোন্দল মেটাতে বঞ্চিত’দের কাছে টানলেন মমতা!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ২৪ নভেম্বরঃ 'বঞ্চিত’দের কাছে টানলেন মমতা, লোকসভার আগে গোষ্ঠীকোন্দল মেটাতে আসরে তৃণমূল নেত্রী।সামনেই লোকসভা ভোট। তাঁর আগে জেলায় জেলায় কর্মীদের অন্তর্কলহ প্রকাশ্যে...

Recent Comments