প্রসেনজিৎ রাহা, ২১আগস্ট, দার্জিলিং: জল্পনার অবসান। গোর্খা জনমুক্তি মোর্চার ২ এর পরিবর্তে তৈরি হচ্ছে পাহাড়ে নতুন রাজনৈতিক দল। ইতিমধ্যে গোর্খা জনমুক্তি মোর্চা থেকে পদত্যাগ করেছেন সভাপতি বিনয় তামাং। তারপরেই গোর্খা জনমুক্তি মোর্চার ২এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে পাহাড়ের রাজনীতিতে। পদত্যাগের পর দলের সভাপতি হিসেবে দলের দায়িত্বভার গ্রহণ করে অনিত থাপা। এর পরে বহু বছর পর একসাথে বৈঠক করে বিমল গুরুং – বিনয় তামাং। শুরু হয় পাহাড়ে রাজনীতির নতুন সমীকরণ,তখনই পাহাড় জুড়ে জল্পনা তৈরি শুরু হয় তাহলে কি অনিত থাপা তৈরি করতে পারে নতুন রাজনৈতিক দল?তবে সেই জল্পনা সম্পূর্ণ গুজব বলে তখন জানায় গোর্খা জনমুক্তি মোর্চার দুই এর নেতারা।
তবে শুক্রবার রাতে দার্জিলিঙের ম্যালে একটি বেসরকারি হোটেলে মোর্চার ২ এর প্রায় ১২০ জনকে নিয়ে বৈঠক সারলেন অনিত থাপা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাহাড়ের মোর্চার ২ এর নেতা অনিত থাপা জানান নতুন সমীকরণ হচ্ছে পাহাড়ের রাজনীতিতে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আত্মপ্রকাশ ঘটবে নতুন রাজনৈতিক দলের। তবে নতুন দলের নাম ও নিতি নিয়ে সেদিনই জানা যাবে বললেও জানান অনিত।
তবে রাজনৈতিক মহলের প্রশ্ন একটাই, নতুন দল হলে তারা কাদের সমর্থন জানাবে? কেননা পাহাড়ের রাজনীতি সবসময়ই কখনো রাজ্য বা কখনো কেন্দ্রের শাসকদলের সমর্থনেই চলে। সেই কারণেই নতুন যে রাজনৈতিক দল পাহাড়ে আত্মপ্রকাশ করতে চলেছে সেই দল কোন দিকে সমর্থনের হাত বাড়িয়ে দেবে এখন সেটাই দেখার।