শিলিগুড়ি,২৮মে,ফ্ল্যাশ মেডিয়া নিউজ ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নতুন দিকে মোড় নিয়েছে। এবার প্রয়াত অভিনেতার বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি। শুরু থেকেই সিবিআই এবং এনসিবির নজরে ছিলেন সিদ্ধার্থ। একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। সুশান্তের মৃত্যুবার্ষিকীর ঠিক আগেই তদন্তের নতুন দিক খুলে গেল।
এনসিবির কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে মুম্বাইয়ের সংবাদমাধ্যমকে জানান, খুব শিগগিরই আদালতে তোলা হবে সিদ্ধার্থকে। এর আগেও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল এনসিবি এবং সিবিআই। একাধিকবার ঘণ্টার পর ঘণ্টা জেরা করা হয় তাকে। গত বছর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিনেতার মৃত্যু তদন্তে নামলে সামনে উঠে আসে মাদক সংশ্লিষ্টতার বিষয়।
সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন সিদ্ধার্থ। অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীরও ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন তিনি। সুশান্তের মৃত্যুর পর রিয়ার কল রেকর্ড থেকে দেখা গিয়েছিল ওই বছরে সিদ্ধার্থের সঙ্গে প্রায় ১০০ বার কথা হয়েছে তার। বন্ধুর মৃত্যুর পর তাকে নিয়ে তদন্তকারী সংস্থা এবং সংবাদমাধ্যমের কাছে একাধিকবার কথা বললেও এই প্রসঙ্গ এড়িয়ে যান সিদ্ধার্থ।
গত অক্টোবর মাসে তদন্তের স্বার্থে সুশান্তের পরিচারক নীরাজের সঙ্গে দিল্লি গিয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, ১৬৪ ধারা অনুযায়ী দু’জনের বক্তব্য রেকর্ড করবে সিবিআই। তবে সেই প্রথম নয়, তার আগেও সুশান্তের মৃত্যুর জন্য এই দুই প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।দু’জনের বক্তব্যে অসঙ্গতি থাকায় সেগুলো খতিয়ে দেখতে আবার ডেকে পাঠানো হয়েছিল তাদের। নীরাজের বক্তব্য অনুযায়ী সিদ্ধার্থই প্রথম সুশান্তকে ঝুলন্ত অবস্থায় দেখেছিলেন। তবে কি সিদ্ধার্থের গ্রেপ্তারে এবার বেরিয়ে আসবে নতুন কোনো তথ্য? উঠে আসবে অভিনেতার মৃত্যু রহস্যের নতুন কোনো দিক? এখন সেটাই দেখার বিষয়।