ফ্ল্যাশ মিডিয়া নিউজ, ২০সেপ্টেম্বর, জলপাইগুড়ি: পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম নিখিলেশ আগরওয়াল। তার বয়স বছর ৩২। নিখিলেশের বাড়ি জলপাইগুড়ি জেলার সুখানির বাবুপাড়া এলাকায়। রবিবার বিকেলে দূর্ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রাজারহাট মোড় এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ এর ওপরে।এই দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত যুবকদের নাম নীলাদ্রি সিনহা এবং পল্টন দত্ত। রবিবার এই ৩ জন যুবক একটি ছোট গাড়ি করে ময়নাগুড়ি থেকে চ্যাংরাবান্ধ্যা যাচ্ছিল। পথে রাজারহাট মোড় এলাকায় ছোট গাড়িটি প্রথমে একটি টাটা ম্যাজিক গাড়িতে ধাক্কা মেরে সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে গিয়ে ধাক্কা মারে।
দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় নিখিলেশের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় ময়নাগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা ও ময়নাগুড়ি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি হাসপাতালে। আহত দুজনের আঘাত গুরুতর থাকায় তাদের কিছুক্ষণ বাদেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷
ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস জানান, মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ ৩ গাড়ি আটক করা হয়েছে। সোমবার জলপাইগুড়ি সদর হাসপাতালে মৃতদেহর ময়নাতদন্ত করা হবে। তারপর তুলে দেওয়া হবে পরিবারের হাতে।