প্রসেনজিৎ রাহা,১৭ আগস্ট, শিলিগুড়ি: এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫০২ জন। যা সোমবারের তুলনায় অনেকটাই কম। কমেছে মৃত্যুও। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। যা নিঃসন্দেহে আশার আলো জোগাচ্ছে রাজ্যবাসীকে। অন্যদিকে, করোনা বিধি আরও কিছুটা শিথিল করেছে রাজ্য। ৫০ শতাংশ লোক নিয়ে খোলা যাবে বিনোদন পার্ক, মিউজিয়াম।
টিকাকরণ সম্পূর্ণ হলে ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে মিল, আইটি ফার্ম ও অন্যান্য বেসরকারি সংস্থা।স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৭৪ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা জেলা। দ্বিতীয় স্থানে ফের কলকাতা। একদিনে সংক্রমিত কলকাতার ৬২ জন। তৃতীয় স্থানে দার্জিলিং। একদিনে দার্জিলিং এ ৪৭ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস।
তবে রবিবার দিনের তুলনায় সংক্রমণ প্রায় অর্ধেক। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৪৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৯২ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৩৯,০৬৫।
সোমবার করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৯ জনের। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে মৃত্যু হয়েছে ৬ জনের। তবে উল্লেখযোগ্যভাবে গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনায় মৃতের সংখ্যা শূন্য। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৩১২ জন।
সোমবার করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৯১ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১০,৯২১। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.১৭ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৪,১৩,২৮১ জনের। সব মিলিয়ে ধীরে ধীরে করোনা কে হার মানিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে বাংলা।