ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,৭আগস্ট,শিলিগুড়ি: ক্রমশ সুস্থ হচ্ছে বাংলা। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটাই কমল রাজ্যের দৈনিক সংক্রমণ ও মৃত্যু। শুক্রবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭১৭ জন। শুক্রবার রাজ্যে করোনার বলি ৯ জন। ঊর্ধ্বমুখী সুস্থতার হারও। পজিটিভিটি রেট ১.৫০ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৮৬ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা জেলা, তবে সামান্য হলেও কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে ফের কলকাতা । একদিনে সংক্রমিত কলকাতার ৭১ জন। তৃতীয় স্থানে দার্জিলিং। একদিনে দার্জিলিং এ ৫৪ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে হুগলি। হুগলিতে একদিনে সংক্রমিত ৫১ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৫০ শতাংশ। ফলে রাজ্যে মোট এখনো পর্যন্ত করোণায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৩২,৩৭৯। শুক্রবার করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৯ জনের। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে দুই ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ২ জন করে। তবে
উল্লেখযোগ্যভাবে গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় মৃতের সংখ্যা শূন্য। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮, ২০২ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৮৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫, ০৩, ৫৩৫।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪৭ হাজার ৭৭৩ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৫৯,৯৯,৯৬১ জনের। অপরদিকে সংক্রমণ রুখতে রাজ্যে চলা কড়া বিধি-নিষেধ এবং নাইট কারফিউ এখনো অব্যাহত। ১৫ ই আগস্ট এর পর কি সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।