Friday, December 1, 2023
Home উত্তরবঙ্গ নিশীথ প্রামানিক কে করা হলো কেন্দ্রীয় মন্ত্রী

নিশীথ প্রামানিক কে করা হলো কেন্দ্রীয় মন্ত্রী

ফ্ল‍্যাশ মিডিয়া নিউজ ডেস্ক৮জুলাই,শিলিগুড়ি: মাত্র ৩৫ বছর বয়সে মোদীর মন্ত্রিসভার কনিষ্ঠতম সদস্য হলেন উত্তরবঙ্গের নিশীথ প্রামাণিক।

 

মোদির এবারের মন্ত্রিসভা সাজানো হয়েছে বিশেষ করে তরুণ মুখ দিয়েই। দেশের ইতিহাসে তরুণতম মন্ত্রিসভা তৈরির নজির গড়েছেন মোদী সরকার। আর সেই সভায় সর্বকনিষ্ঠ হিসেবে জায়গা পেলেন বাংলার সাংসদ নিশীথ প্রামাণিক। মাত্র ৩৫ বছর বয়সে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। শুধু নিশীথ প্রামানিক নন, বাংলার শান্তনু ঠাকুর কিংবা আপনা দলের অনুপ্রিয়া পটেল সহ মোট ১৪ জন মন্ত্রীর বয়স ৫০-এর নীচে।

২০১৯-এর লোকসভা নির্বাচনে সাংসদ হন নিশীথ প্রামানিক। কোচবিহার থেকে তিনিই প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হলেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনেও জয়ী হন তিনি। দিনহাটা কেন্দ্র থেকে জয়ী হওয়ার পরও বিধায়ক পদ ছেড়ে দেন। এরপরই তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীর পদ দেওয়া হল। নিশীথের ঝুলিতে রয়েছে বিসিএ ডিগ্রি। প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন তিনি।

২০১৩ সালে নিশীথ ছিলেন কোচবিহারের দিনহাটার ভেটাগুড়ি-১ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। পরে যুব তৃণমূলের মুখ হয়ে ওঠেন তিনি। কার্যত এলাকার দাপুটে নেতা হিসেবে পরিচিতি হয় তাঁর। সেই নিশীথ প্রামাণিকই গত লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দান করেন। পরে বিজেপির টিকিটে সাংসদ হন। রাজনৈতিক মহলের মতে, উত্তরের রাজবংশীদের মন জয়ে কার্যকরী পদক্ষেপ নিয়েছে বিজেপি।শুধু কম বয়সী মন্ত্রীই নয়, আরও কিছু ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে মোদী সরকার।

মন্ত্রিসভায় রয়েছেন বেশ কয়েকজন ওবিসি, সংখ্যালঘু প্রতিনিধিও। ১১ জন মহিলাকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। মোদীর এবারের মন্ত্রিসভায় অনেকের নামের পাশেই পিএইচডি, এমবিএ বা মাস্টার ডিগ্রি রয়েছে। মন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটি রাজ্য তথা এলাকাকে।

আগামী বছর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ও ২০২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে যে এই মন্ত্রিসভা সাজানো হয়েছে তা বুঝতে বাকি নেই বিরোধী রাজনৈতিক দলগুলোর। বাংলা থেকে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেলেন নিশীথ প্রামানিক ছাড়াও তিনজন, সুভাষ সরকার, জন বার্লা ও শান্তনু ঠাকুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে শিলিগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২৫ নভেম্বরঃ ফের অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগমএকের পর এক শহরে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে শিলিগুড়ি...

ভয়া*বহ আ*গুন আসানসোলের কুলটি স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ শনিবার সকালে ভয়াবহ আগুন লেগে গেল আসানসোলের কুলটি স্টেশনে। আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি, এই ঘটনায় কোন হতাহতের খবর...

এ এক আশ্চর্য রহস্য! জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমান!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ মধ্যপ্রাচ্যের আকাশে জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমানগুলো, ঘনাচ্ছে রহস্য।এ এক আশ্চর্য রহস্য! মধ্যপ্রাচ্যের আকাশে ওড়ার সময় অনেক ক্ষেত্রেই জিপিএস...

গোষ্ঠীকোন্দল মেটাতে বঞ্চিত’দের কাছে টানলেন মমতা!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ২৪ নভেম্বরঃ 'বঞ্চিত’দের কাছে টানলেন মমতা, লোকসভার আগে গোষ্ঠীকোন্দল মেটাতে আসরে তৃণমূল নেত্রী।সামনেই লোকসভা ভোট। তাঁর আগে জেলায় জেলায় কর্মীদের অন্তর্কলহ প্রকাশ্যে...

Recent Comments