প্রসেনজিৎ রাহা, ২৮আগস্ট,শিলিগুড়ি: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। পাহাড়ে টানা বৃষ্টিপাতের ফলে জল বেড়েছে মহানন্দা বালাসান তিস্তা তোর্সা সহ প্রতিটি নদীতেই। অপরদিকে ভুটানের বৃষ্টির ফলে জল বেড়েছে ডুয়ার্সের প্রতিটি নদীতে। ভুটানের পাহাড়ি নদীর জলের তোড়ে ভেঙে গেছে বেশ কিছু রাস্তা এবং ব্রিজ। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের প্রতিটি জেলার জনজীবন।
জলপাইগুড়ি, কোচবিহার,আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদার মত ব্যাপক বৃষ্টিপাত চলছে পার্বত্য দুই জেলাতেও। কালিম্পং এবং দার্জিলিং জেলায় টানা বৃষ্টিপাতের ফলে পাহাড়ি বেশকিছু রাস্তায় ধ্বস নেমেছে, দার্জিলিং জেলার সমতল এলাকা জলের তলায়, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বেশকিছু ওয়ার্ডে শুক্রবার রাত থেকে জল জমতে শুরু করে।
শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বেশকিছু ওয়ার্ডে রাস্তা জলের তলায়, শক্তিগড় অশোকনগর সহ বেশ কিছু এলাকায় বাড়িতে ঢুকেছে জল, টানা বৃষ্টিপাতের ফলে অর্থনৈতিক সমস্যায় জেরবার ব্যবসায়ীরা, এমনিতেই করোনা কালে ব্যবসা-বাণিজ্যের অবস্থা খারাপ, তার ওপরেই বৃষ্টি গৃহবন্দি করে রেখেছে মানুষজনকে, পথঘাটে জরুরী কাজ ছাড়া আর কেউ নেই, সব মিলিয়ে এই বৃষ্টি পুজোর আগে কপালে চিন্তার ভাঁজ নিয়ে আসছে মৃৎশিল্পী থেকে শুরু করে ব্যবসায়ী, পুজো কমিটি এবং আমজনতারও।