ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,২৪জুলাই,কলকাতা: এবার রাজ্যে নীল বাতি লালবাতি কারা লাগাচ্ছেন সেদিকে নজরদারি শুরু করল পরিবহন দপ্তর এবং পুলিশ প্রশাসন। সম্প্রতি বেআইনিভাবে লাল-নীল বাতি লাগানো গাড়ি ধরা পড়েছে রাজ্যে। এই আবহে বাতি-বিধি জারি করল রাজ্যের পরিবহণ দফতর।
কারা লাল নীল বাতি দেওয়া গাড়ি ব্যবহার করতে পারবেন এবার তা স্পষ্ট করে দিল রাজ্য পরিবহণ দফতর। সম্প্রতি ভূয়ো আইএএস, ভূয়ো সিবিআই, ভূয়ো পুলিশ কাণ্ডে মুখ পুড়েছে রাজ্য পুলিশ প্রশাসনের। আর সেই কারণেই এবার নড়েচড়ে বসল রাজ্য পুলিশ প্রশাসন এবং পরিবহন দপ্তর। পরিবহন দপ্তরের তরফের নীল এবং লাল বাতি তালিকায় দেখা যাচ্ছে, বাদ পড়েছেন খোদ রাজ্যপাল, বিরোধী দলনেতা, কলকাতা পুরসভার মেয়র, বিধানসভার স্পিকার এবং হাইকোর্টের প্রধান বিচারপতি।
বাতি কারা ব্যবহার করতে পারবেন, তার ১৪টি শ্রেণি স্থির করে দিয়েছে রাজ্য পরিবহণ দফতর। এখন থেকে যে কেউ আর লাল নীল বাতি পছন্দমত গাড়িতে লাগিয়ে নিতে পারবেন না। গোটা রাজ্য জুড়ে লাল নীল বাতির যে সমস্ত গাড়ি ঘুরছে এবার তা তল্লাশি শুরু করবে রাজ্য পরিবহণ দফতর এবং পুলিশ। কেউ যাতে করে লাল-নীল বাতির অপব্যবহার করতে না পারেন সেদিকে তাকিয়েই নয়া নির্দেশিকা জারি করল রাজ্য পরিবহণ দফতর।
রাজ্য পরিবহণ দপ্তরের বাতির তালিকায় থাকছেন মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা। থাকছেন রাজ্যের মুখ্যসচিব।
অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব ও সরকারি দফতরের সচিব। ডিভিশনাল কমিশনার। গাড়িতে বাতি পাবেন রাজ্য পুলিসের ডিজি ও অতিরিক্ত ডিজি। দমকলের ডিজি। আয়কর ও শুল্ক দফতরের কমিশনার।
গাড়িতে বাতি পাবেন পুলিসের আইজি ও ডিআইজি। পাশাপাশি জেলাশাসকরা। পুর-কমিশনাররা। এছাড়াও গাড়িতে বাতি ব্যবহার করতে পারবেন রাজ্য পুলিসের কমিশনার, অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ডেপুটি কমিশনার সহ বিভিন্ন জেলার পুলিস সুপাররা।
পরিবহন দপ্তরের নিয়মে বলা হয়েছে গাড়িতে বাতি পাবেন সাব ডিভিশনাল অফিসার ও সাব ডিভিশনাল পুলিস অফিসার।
পুলিসের প্যাট্রোল কার, এসকর্ট গাড়ি এবং দমকল। পরিবহণ দফতর সূত্রের খবর, লাল নীল বাতি নিয়ে ২০১৭ সালে একটি নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। ওই নির্দেশিকা অনুযায়ী, অনেকেই বাতি ব্যবহারের সুযোগ পান না। তার সঙ্গে সামঞ্জস্য রেখে ২০১৪ সালের নির্দেশিকায় বদল আনা হয় । ওই নির্দেশিকা অনুযায়ী, ফ্ল্যাশ-সহ লাল বাতি পেতেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতি, বিধানসভার অধ্যক্ষ, রাজ্য মন্ত্রিসভার সদস্য, হাইকোর্টের বিচারপতিরা এবং বিরোধী দলনেতা।
ফ্ল্যাশ ছাড়া লাল বাতি ব্যবহার করতেন কলকাতা পুরসভার মেয়র। এবার নতুন নির্দেশিকা থেকে বাদ পড়লেন রাজ্যপাল, বিরোধী দলনেতা, হাইকোর্টের প্রধান বিচারপতি, কলকাতার মেয়র ও বিধানসভার অধ্যক্ষ। পরিবহণ দফতর সূত্রের খবর, তবে পুলিসের এসকর্টে বাতি ব্যবহার করা যাবে। আর রাজ্যপাল, বিরোধী দলনেতা পুলিশের এসকর্ট পান। ফলে ব্যক্তিগতভাবে তাঁরা বাতি ব্যবহার করতে না পারলেও এসকর্টে থাকবে স্ট্যাটাসের বাতি।