জহিরুল হক, ১০ সেপ্টেম্বর, শিলিগুড়ি: আবারও বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।গোপন সূত্রের খবরের ভিত্তিতে পিকআপ ভ্যানের গোপন চেম্বার থেকে উদ্ধার হল প্রচুর গাঁজা। ঘটনায় ধৃত গাড়ির চালক।ধৃতকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানাল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জলপাইগুড়ি আদালতে।
পিকআপ ভ্যানে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচার এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে উত্তরবঙ্গে।মাঝে মধ্যই এমনই কারবারে পুলিশের জালে গ্রেপ্তার হচ্ছে একের পর এক পাচারকারী। তার পরেও চলছে অবাধে এই পাচারের কারবার।বৃহস্পতিবার ফের এমনই গাঁজা পাচার চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।তার কাছ উদ্ধার হয় ৫৯ কিলো গাঁজা।
পুলিশ সুত্রে জানাগেছে, কোচবিহার থেকে পিকআপ ভ্যানের গোপন চেম্বারে গাঁজা নিয়ে বিহারের উদ্যশ্য যাচ্ছিল শিলিগুড়ি শান্তিপাড়ার বাসিন্দা গৌড় দাস।মাঝ রাত্রে গাড়ি নিয়ে সে শান্তিপাড়ার নিজের বাড়িতে আসে।গোপন সুত্রের খবরের ভিত্তিতে সেখানেই গাড়ি সমেত তাকে গ্রেপ্তার করে পুলিশ।ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।