শিলিগুড়ি,৫মে,প্রসেনজিৎ রাহা:এখনই নিস্তার নেই করোনার দ্বিতীয় ধাপের হাত থেকে। উপরন্তু বিশেষজ্ঞদের ধারণা আগস্ট আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ।ইতিমধ্যে গোটা দেশে লকডাউন করার প্রয়োজনীয়তা রয়েছে কিনা তা দেখার জন্য কেন্দ্র এবং রাজ্যকে চিন্তাভাবনা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশ নামা পাবার পরেই বিহারে লকডাউন ঘোষণা করেছে সরকার। পাশাপাশি সিকিম বন্ধ হতে চলেছে আগামী কাল থেকে। পশ্চিমবঙ্গ চলছিল ভোট প্রক্রিয়া। সদ্য সমাপ্ত হয়েছে নির্বাচন প্রক্রিয়া, বুধবার রাজ্যে শপথ পাঠ মুখ্যমন্ত্রীর।
বাংলাবাসি কে করোনার হাত থেকে রক্ষা দিতে গত শুক্রবার মিনি লকডাউন এর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। জনসমাগম রুখতে এবং করোনার চেইন ব্রেক করতে অনির্দিষ্টকালের জন্য শপিং মল, বার, রেস্তোরাঁ, সিনেমা হল,জিম,স্পা, সুইমিংপুল বন্ধ ঘোষণার পাশাপাশি, বাজার হাটখোলার ক্ষেত্রেও নানান রকম নির্দেশিকা জারি করে নবান্ন।
গোটা দেশের পাশাপাশি বাংলার পরিস্থিতিও উদ্বেগজনক।
গোটা দেশে ক্রমশ বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৬৩৯ জন। মৃত্যু হয়েছে ১০৭ জনের। প্রতিদিন পশ্চিমবঙ্গে এখন ১৭ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।
গতকালের রেকর্ড মৃত্যু কপালে চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য দপ্তরের। করোনার প্রথম ঢেউ থেকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ১৬ হাজার ১৭২ জন। মৃত্যুর সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে, প্রথম ঢেউ থেকে বাংলায় করোনার কারণে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১১৮৫১ জনের। করোনার হাত থেকে রক্ষা পেতে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়ার পাশাপাশি অব্যাহত করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঘটনাও।
রোজই করোনা সংক্রমণ বেড়ে চলেছে বাংলার প্রতিটি জেলায়। সরকারি তথ্য অনুযায়ী আক্রান্ত এবং মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। কলকাতায় বিগত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ২১ ।উত্তর ২৪ পরগনা তে ২৩। আর উত্তরবঙ্গের মধ্যে আক্রান্ত এবং মৃতের তালিকায় প্রথমে রয়েছে মালদা ও জলপাইগুড়ি জেলা। তবে আক্রান্তে ও মৃত্যুতে পিছিয়ে নেই দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরও।
দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জনের। জলপাইগুড়ি জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২৬১জন। জলপাইগুড়িতে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ জনের। দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৬১৩ জন। দর্জিলিং জেলাতে মৃত্যু হয়েছে ২ জনের।আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০৫ জন। আলিপুরদুয়ারে মৃত্যু হয়েছে ১জনের। কোচবিহার জেলায় আক্রান্ত ১৫০ জন। কালিংপং জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ জন। উত্তর দিনাজপুর জেলায় করোণায় আক্রান্ত ২৫৪ জন। উত্তর দিনাজপুরের মৃত্যু হয়েছে ৪ জনের।দক্ষিণ দিনাজপুরে আক্রান্ত হয়েছেন ১৯৯জন। মৃত ১ জন। মালদায় আক্রান্ত ৩৯৫ জন। মালদা জেলায় মৃত্যু হয়েছে ১ জনের। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে বঙ্গের জেলায় জেলায়। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে প্রতিদিন।
এই পরিস্থিতিতে এখন এটাই দেখার, রাজ্যে ক্ষমতায় আসার পর, শপথ গ্রহণ কর্মকাণ্ড শেষে, পুনরায় রাজ্যে লকডাউন করার পথেই কি যাচ্ছেন রাজ্য সরকার? কারণ ইতিমধ্যেই প্রতিবেশী সিকিম এবং বিহার ফুল লকডাউনের পথেই হেটেছে।