অভিষেক সিনহা,২৩আগস্ট, শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ, রবিবার রাতে, ভক্তিনগর থানা এলাকায় টহলদারির সময় অবৈধভাবে মদ রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। অভিযুক্তের নাম প্রয়াগ তামাং।
ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের কাছে প্রচুর পরিমাণে বেআইনি মদ মজুদ ছিল। ভক্তিনগর থানার অন্তর্গত সেবক রোডের একটি শপিং মল পার্শ্ববর্তী এলাকায় রবিবার গভীর রাতে ওই ব্যক্তিকে মদ সহ হাতেনাতে ধরে ফেলে টহলরত পুলিশ ভ্যানের পুলিশকর্মীরা।
অভিযুক্ত তার হেফাজতে থাকা মদের কোন কাগজ দেখাতে পারেনি। পুলিশের অনুমান ওই মদ অভিযুক্ত প্রয়াগ তামাং কোথায় পৌঁছে দেওয়ার কাজে যাচ্ছিল। অভিযুক্তকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।