জহিরুল হক,২৮জুন, শিলিগুড়ি: ফের এন জে পি থানার পুলিশের অভিযানে উদ্ধার প্রচুর পরিমানে অবৈধ দেশি ও বিদেশি মদ। এই ঘটনায় গ্রেপ্তার ১ অভিযুক্ত।রবিবার গভীর রাতে গোপন সুত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ির থানার সাদা পোশাকের পুলিশ জাবরা ভিটা এলাকা থেকে উদ্ধার করে প্রচুর পরিমানে অবৈধ মদ।
পুলিশ সূত্রে জানা গেছে জাবরা ভিটা এলাকার একটি দোকানে মজুদ ছিল প্রচুর পরিমানে ঐ অবৈধ দেশি ও বিদেশি মদ। গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ হানা দিয়ে উত্তর ভারত নগরের বাসিন্দা দীপঙ্কর কাঞ্জিলাল নামে ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সুত্রে জানা গেছে, দির্ঘদিন ধরেই ওই ব্যাক্তি বাড়িতে অবৈধ ভাবে মদ মজুদ রেখে ব্যবসা চালাতো।সোমবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।