বিবেক সিং,অভিষেক সিনহা,১৪জুলাই, শিলিগুড়ি: নথি না থাকায় অবৈধ মোবাইল ফোন বিক্রির অভিযোগে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার এক। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে শালুগাড়া এলাকার একটি মোবাইলের দোকানে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের কাছে খবর ছিল ওই দোকানে বেআইনিভাবে নথি ছাড়াই বিক্রি করা হচ্ছে মোবাইল ফোন।
গোপন সূত্রে পাওয়া ঐ খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ১৫ টির বেশি মোবাইল ফোন উদ্ধার করে। ভক্তিনগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের বাড়ি জ্যোতি নগর এলাকায়। নাম বিদু ছেত্রী। অভিযুক্তকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবক অনলাইন থেকে মোবাইল কিনে তা দোকানে সাজিয়ে বেআইনিভাবে বিক্রি করছিল। ওই যুবক উদ্ধার হওয়া মোবাইলের কোন নথি এবং মোবাইল বিক্রির কোন স্বীকৃতির শংসাপত্র দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।