রাজ্যে চলে লকডাউনে বন্ধ মদের দোকান। কিছু মানুষ অর্থনৈতিক সংকটে খাদ্যের অভাবে থাকলেও একশ্রেণীর মানুষ মদ কিনতে মরিয়া। আর ঐ সমস্ত মানুষদের জন্যই অপরাধীরা ভেজাল ও বেআইনি মদ বিক্রির জাল ছড়িয়ে বসেছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অভিযানে প্রতিদিনই শহরের বিভিন্ন থানা অভিযান চালিয়ে প্রচুর বেআইনি ও ভেজাল মদ উদ্ধারের পাশাপাশি দুষ্কৃতীদের গ্রেপ্তার করছে। মদের দোকান বন্ধ থাকায়
অবৈধভাবে মদ বিক্রি করার প্রবণতা বেড়েই চলেছে একশ্রেণীর মানুষের মধ্যে। তবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অভিযানও রয়েছে অব্যাহত। এরপরেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ি থেকেই দেদার ব্যবসা করে যাচ্ছে কিছু অসাধু মদ ব্যবসায়ীরা। শুক্রবার শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে অবৈধ মদ সহ গ্রেপ্তার হল ১ ব্যক্তি। জানা গিয়েছে, ধৃতের নাম হরিপদ দাস।
শিলিগুড়ি থানার পুলিশ
সূত্রের খবর, শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাগরাকোটে অভিযান চালিয়ে প্রচুর অবৈধ দেশি মদ ও বিয়ার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ১১ বোতল বিয়ার ও ১০ বোতল দেশি মদ। শনিবার ধৃত হরিপদ দাসকে শিলিগুড়ি আদালতে পাঠানো হবে বলে জানা গিয়েছে। জয়া রায়ের রিপোর্ট ফ্ল্যাশ মিডিয়া নিউজ।