অভিষেক সিনহা,২৫আগস্ট,শিলিগুড়ি: কোচবিহার থেকে শিলিগুড়ি পাচারের আগেই ১৪৩ কিলো গাঁজা সহ একটি পিকাপ ভ্যান আটক করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার আমবাড়ি পুলিস ফাঁড়ির পুলিশ,এই ঘটনায় গ্রেফতার করা হল একজনকে।
আমবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বিকেলে রাজগঞ্জ ব্লকের সাহুডাংগি মোড়ে গোপন সূত্রের খবর এর ভিত্তিতে অভিযান শুরু করা হয়, একটি পিকআপ ভ্যান দাঁড় করানোর সাথে সাথে পিকাপে থাকা দুজন পালিয়ে যায়, তার পরে পিকাপ ভ্যান তল্লাশির পর উদ্ধার হয় ১২ প্যাকেট গাঁজা।
আমবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি সজল রায় জানান তদন্তে নেমে বিশ্বজিৎ বর্মন নামে এক ব্যক্তি কে আটক করা হয়, জেরা করার পর সে স্বীকার করে নেয় সে পাচারের সাথে যুক্ত ছিল। এর পর তাকে গ্রেফতার করা হয়, অভিযুক্ত ব্যক্তির নাম বিশ্বজিৎ বর্মন, বাড়ি কোচবিহারের শালছাড়া গ্রামে, বুধবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় এবং তদন্তের জন্য রিমান্ডে নেওয়ার অনুরোধ করা হয় আদালতে।