জহিরুল হক,২১জুলাই,শিলিগুড়ি: পনেরো টি কচ্ছপ উদ্ধারের পাশাপাশি এক ব্যক্তিকে আটক করল শিলিগুড়ির বৈকন্ঠপুর বনবিভাগের শারুগাড়া বনদপ্তর।মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে বনদপ্তর এর একটি টিম শিলিগুড়ির মাটিগারা থেকে একটি দূরপাল্লার এসি বাস সহ মোট পনেরোটি কচ্ছপ উদ্ধার করল। উদ্ধার হওয়া কচ্ছপ গুলির মধ্যে তিনটি বড় আকারের এবং বারোটি ছোট আকারের কচ্ছপ ।
শারুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানিয়েছেন বিহারের ভাগলপুর থেকে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্য এই কচ্ছপগুলিকে নিয়ে আসা হচ্ছিল। এমন সময় গোপন সূত্রের কাছে খবর পেয়ে অভিযান চালিয়ে সাফল্য পেল শালুগাড়া বনদপ্তর, শিলিগুড়ির মাটিগাড়ায় বনকর্মীদের হাতে ১৫ টি কচ্ছপ সহ পাচারকারী বাবন সরকার ধরা পড়ে যায়।
বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। যে বাসে এই কচ্ছপ আনা হয়েছিল সেই বাসের মালিক চালক এর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে বনকর্মীরা।