তন্ময় চক্রবর্তী,৯জুলাই,শিলিগুড়ি: শিলিগুড়িতে সোনার বিস্কুট সহ একজনকে গ্রেফতার করল ডিআরআই অর্থাৎ ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স।ধৃতের নাম রঞ্জিত হনমন্তরাও যাদব। তার বাড়ি মহারাষ্ট্রের সাংলিতে।ডিআরআই সূত্রে জানা গেছে, অসম নম্বরের একটি বাসে করে শিলিগুড়ির বর্ধমান রোডে পৌছায় রঞ্জিত হনমন্তরাও যাদব।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখানেই তাকে প্রথমে আটক করে তল্লাশি চালায় ডিআরআই।তল্লাশির সময় তার কাছ থেকে ৬টি সোনার বিস্কুট উদ্ধার হয়।যার ওজন প্রায় ৯৯৬ গ্রাম।এরপরই রঞ্জিত হনমন্তরাও যাদবকে গ্রেফতার করে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। এর পর ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।
এই বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী ত্রিদিপ সাহা বলেন,এক-একটি সোনার বিস্কুটের ওজন ১৬৬ গ্রাম।মোট ৯৯৬ গ্রাম ওজনের ৬টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে ধৃতের কাছ থেকে। এই ঘটনায় আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে ডিপার্টমেন্ট অব রেভিনিউ ইন্টেলিজেন্স।