অভিষেক সিনহা, ২সেপ্টেম্বর, শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশের অভিযানে উদ্ধার প্রচুর পরিমাণে নেশার ওষুধ,ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত।পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম অশোক শর্মা ওরফে আকাশ। অভিযুক্তের বাড়ির ভক্তিনগর থানার ইসকন মন্দির রোড এলাকায়।
বুধবার রাতে প্রধান নগর থানা পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে সার্কিট হাউস এর কাছে অশোক শর্মা নামে ঐ অভিযুক্ত প্রচুর পরিমাণে নেশার ওষুধ বিক্রির উদ্দেশ্যে অপেক্ষারত। এই খবর পাওয়া মাত্রই প্রধান নগর থানার বিশাল পুলিশবাহিনী অভিযান চালায় সার্কিট হাউজ পার্শ্ববর্তী ওই নির্দিষ্ট স্থানে। মিলে যায় সাফল্য।
উদ্ধার হয় 12480 টি নেশার ওষুধ। অভিযুক্ত অশোককুমার শর্মাকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তর সাথে আরও একটি বড় চক্র জড়িয়ে রয়েছে। সেই কারণে তাকে পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছে প্রধান নগর থানার পুলিশ।