শিলিগুড়ি,১৮জুন,পরিমল রায়: ইএনটি বিভাগ থেকে পলাতক মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগী, কাঠগড়ায় মেডিকেল কর্তৃপক্ষ।মিউকরমাইকোসিস রোগে আক্রান্ত রোগী উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে৷
বৃহস্পতিবার মুর্শিদাবাদের এক মহিলা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগে তার শারীরিক সমস্যার জন্য ডাক্তার দেখাতে আসেন। সেই সময় ডাক্তারদের মহিলার শারীরিক সমস্যা দেখে সন্দেহ হয়। চিকিৎসকেরা মনে করেন যে তিনি মিউকরমাইকোসিসে আক্রান্ত। তার পর ডাক্তাররা মহিলাকে আরো বিভিন্ন পরীক্ষা—নিরিক্ষার জন্য পাঠায়।কিন্তু তার পর সেই মহিলা আর পুনরায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগে ফেরত আসেন নি।
এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায়৷ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কতৃপক্ষের পক্ষ থেকে খোঁজাখুঁজি করার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল ফাঁড়িতে এই বিষয়ে অভিযোগ জানানো হয়।মেডিকেল আউটপোস্ট ফাড়িঁর পুলিশের পক্ষ থেকে মহিলাকে খোজাখুজির উদ্যোগ নেওয়া হয়েছে।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মিউকরমাইকোসিসে আক্রান্ত ওই রোগীর অস্ত্রোপচার এর প্রয়োজন ছিল সত্বর। সেক্ষেত্রে ওই রোগী পালিয়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন চিকিৎসকরা।