Saturday, December 9, 2023
Home উত্তরবঙ্গ শিলিগুড়িতে করোনা আক্রান্ত ১৬৫জন

শিলিগুড়িতে করোনা আক্রান্ত ১৬৫জন

শিলিগুড়ি,২২এপ্রিল,প্রসেনজিৎ রাহা: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঘটনা। বুধবার দিনভর বাংলায় করোনা কেড়ে নিল তরতাজা ৫৮ টি প্রাণ। করোনার প্রথম থাবা থেকে এখনো পর্যন্ত বাংলায় মৃত্যুর ঘটনা ঘটল ১০৭৬৮টি। অর্থাৎ আমরা হারিয়েছি বঙ্গের ১০৭৬৮ জন মানুষ কে।বিগত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত সংখ্যা ১০৭৮৪ জন। প্রথম দিন থেকে আজ পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯৯৭৪০ জন।

রোজই করোনা সংক্রমণ বেড়ে চলেছে বাংলার জেলায় জেলায়। এখন প্রতিদিনই বাংলায় ১০ হাজারের বেশি মানুষ করোণায় আক্রান্ত হচ্ছেন। সরকারি তথ্য অনুযায়ী আক্রান্ত এবং মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। তবে করোনার এই দ্বিতীয় ঢেউ নিয়ে এবার যথেষ্ট চিন্তিত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পাশাপাশি চিকিৎসক এবং বিশেষজ্ঞরাও। সংক্রমণ রুখতে দেশের বিভিন্ন এলাকায় নাইট কারফিউ এবং লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন। তার ওপর পশ্চিমবঙ্গে করোনার নতুন স্ট্রেন্থ চিন্তায় ফেলেছে গবেষক এবং চিকিৎসকদের। বিশেষজ্ঞদের ভাষায় বি1point618 এই নতুন লক্ষণ এর সাথে লড়াই করার উপায় কি তা এখনো অজানা, এই করোণা মহামারীর মাঝেই আজ রাজ্য জুড়ে চলছে ষষ্ঠ দফার নির্বাচন।

রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলার ফলেই চলছে মিটিং-মিছিল জনসভা করছেন বিভিন্ন রাজনৈতিক দল, আর এই কারনেই সংক্রমন বৃদ্ধি পাচ্ছে বলেই মনে করছেন চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞরা। নির্বাচন কমিশন অবশ্য ভোটারদের কভিড বিধি মেনে নির্বাচন দেবার অনুরোধ করেছেন। তবে তাতে লাভের লাভ খুব হচ্ছে না বলেই মনে হয়েছে বিগত ১৫ দিনের করোনা রিপোর্ট কার্ড দেখে। দ্বিতীয় দফার করোনার এই ঢেউতে দৈনিক সংক্রমণে ও মৃত্যুতে বাংলা প্রতিদিন প্রথমবারের করোনার আক্রান্তের ও মৃত্যুর রেকর্ড ভাঙছে প্রতিদিনই। বাংলার প্রতিটি জেলার অবস্থাই বতর্মানে উদ্বেগজনক। জলপাইগুড়ি জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১২১জন।

জলপাইগুড়িতে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে একজনের। দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২৩২ জন। দর্জিলিং জেলাতে মৃত্যু হয়েছে ২ জনের।আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ জন। কোচবিহার জেলায় আক্রান্ত ৮২ জন। কালিংপং জেলায় ১০ জন। উত্তর দিনাজপুর জেলায় ১৮১ জন। দক্ষিণ দিনাজপুরে আক্রান্ত হয়েছেন ১৯ জন। মালদায় আক্রান্ত ৪৫৪ জন। মালদা জেলায় মৃত্যু হয়েছে চারজনের। বুধবার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এলাকাতেই ১৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। মাটিগাড়া এলাকাতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ জন। নকশালবাড়িতে করোনায় আক্রান্ত ২৬ জন। ফাঁসিদেওয়ায় করোণায় আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ৩ জন।খড়িবাড়িতে আক্রান্ত ৫ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বাড়তেই চলেছে বঙ্গের জেলায় জেলায়। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে প্রতিদিন।

আর সেই কারণেই ফ্ল্যাশ মিডিয়া নিউজ এর তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ,দয়া করে মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, শারীরিক দূরত্বও মেনে চলুন, নিজে বাঁচুন অন্যকে বাঁচান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে শিলিগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২৫ নভেম্বরঃ ফের অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগমএকের পর এক শহরে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে শিলিগুড়ি...

ভয়া*বহ আ*গুন আসানসোলের কুলটি স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ শনিবার সকালে ভয়াবহ আগুন লেগে গেল আসানসোলের কুলটি স্টেশনে। আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি, এই ঘটনায় কোন হতাহতের খবর...

এ এক আশ্চর্য রহস্য! জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমান!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ মধ্যপ্রাচ্যের আকাশে জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমানগুলো, ঘনাচ্ছে রহস্য।এ এক আশ্চর্য রহস্য! মধ্যপ্রাচ্যের আকাশে ওড়ার সময় অনেক ক্ষেত্রেই জিপিএস...

গোষ্ঠীকোন্দল মেটাতে বঞ্চিত’দের কাছে টানলেন মমতা!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ২৪ নভেম্বরঃ 'বঞ্চিত’দের কাছে টানলেন মমতা, লোকসভার আগে গোষ্ঠীকোন্দল মেটাতে আসরে তৃণমূল নেত্রী।সামনেই লোকসভা ভোট। তাঁর আগে জেলায় জেলায় কর্মীদের অন্তর্কলহ প্রকাশ্যে...

Recent Comments