শিলিগুড়ি,২৩ এপ্রিল,প্রসেনজিৎ রাহাঃ একদিকে চলছে করোনার হাত থেকে রক্ষা পেতে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া, অপর দিকে অব্যাহত করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঘটনাও। বৃহস্পতিবার বাংলায় করোনার বলি তরতাজা ৫৬ টি প্রাণ। করোনার প্রথম থাবা থেকে এখনো পর্যন্ত বাংলায় মৃত্যুর ঘটনা ঘটল ১০৮২২টি। অর্থাৎ আমরা হারিয়েছি বঙ্গের ১০৮২২ জন মানুষ কে।বিগত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত সংখ্যা ১১৯৪৮ জন। প্রথম দিন থেকে আজ পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১২৮৫২ জন।
রোজই করোনা সংক্রমণ বেড়েই চলেছে বাংলার প্রতিটি জেলায়। বিগত এক সপ্তাহ যাবত প্রতিদিনই বাংলায় ১০ হাজারের বেশি মানুষ করোণায় আক্রান্ত হচ্ছেন। সরকারি তথ্য অনুযায়ী আক্রান্ত এবং মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। আর উত্তরবঙ্গের মধ্যে আক্রান্ত এবং মৃতের তালিকায় প্রথমে রয়েছে মালদা। রাজ্যে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া চলার ফলেই চলেছে মিটিং-মিছিল জনসভা। বড় বড় জমায়েত করছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি, আর এই কারনেই সংক্রমন বৃদ্ধি পেয়েছে বলেই মনে করছেন চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞরা।
আর এই কারণেই নির্বাচন কমিশন কভিড বিধি মেনে প্রতিটি রাজনৈতিক দলকে কর্মকাণ্ড করার নির্দেশ দেন। পাশাপাশি আদালত বড় জামায়াতের ওপরও নিষেধাজ্ঞা জারি করে। করোনার সংক্রমণ রুখতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারও নানান সিদ্ধান্ত নেয়। বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ। অফিস কাছারীতে ৫০% হাজিরা দিয়েই কাজের নির্দেশ দেওয়া হয়। বেসরকারি অফিস গুলির কর্মীদেরকে work-from-home করার পরামর্শ দেয় রাজ্য সরকার। তবুও রেহাই নেই করোনার হাত থেকে।
আর এই কারণেই নির্বাচন কমিশনও শেষ দুই দফার ভোট একদফায় করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাতে লাভের লাভ খুব হবে না বলেই মনে হয়।কারন বিগত ১৫ দিনের করোনার রিপোর্ট কার্ড দেখে একটা বিষয় পরিষ্কার, সংক্রমণ ছড়াচ্ছে মারাত্মকভাবে। দ্বিতীয় দফার করোনার এই ঢেউতে দৈনিক সংক্রমণে ও মৃত্যুতে বাংলা প্রতিদিন প্রথমবারের করোনার আক্রান্তের ও মৃত্যুর রেকর্ড ভাঙছে । বাংলার উত্তর-দক্ষিণের প্রতিটি জেলার অবস্থাই বতর্মানে উদ্বেগজনক।
জলপাইগুড়ি জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮২জন। জলপাইগুড়িতে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২জনের। দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৩১৮ জন। দর্জিলিং জেলাতে মৃত্যু হয়েছে ১ জনের।আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ জন। কোচবিহার জেলায় আক্রান্ত ৭৩ জন। কালিংপং জেলায় ১৩ জন। উত্তর দিনাজপুর জেলায় ১৬৭ জন। দক্ষিণ দিনাজপুরে আক্রান্ত হয়েছেন ৬২ জন। দক্ষিণ দিনাজপুর জেলায় মৃত্যু হয়েছে একজনের। মালদায় আক্রান্ত ৪৬৭ জন। মালদা জেলায় মৃত্যু হয়েছে ২জনের। বুধবার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এলাকাতেই ১৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মাটিগাড়া এলাকাতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ জন। নকশালবাড়িতে করোনায় আক্রান্ত ১২ জন। ফাঁসিদেওয়ায় করোণায় আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ৪ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বাড়েই চলেছে বঙ্গের জেলায় জেলায়। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে প্রতিদিন।
আর সেই কারণেই ফ্ল্যাশ মিডিয়া নিউজ এর তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ,দয়া করে মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, শারীরিক দূরত্ব মেনে চলুন, নিজে বাঁচুন অন্যকে বাঁচান।