শিলিগুড়ি,২৮মে,প্রসেনজিত রাহা: লাগাতার বেআইনি মদ বিক্রি ও মজুদ করার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা। বুধবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এবং প্রধান নগর থানা প্রচুর দেশী বিদেশী মদ উদ্ধার করে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানা এবং প্রধান নগর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতেও অব্যাহত অভিযান।
ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর আউটপোস্ট এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চিরঞ্জিত সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্ট এর পুলিশ। ধৃতের বাড়ী আমতলা মোড় শান্তিনগর বউ বাজার এলাকায়। অভিযুক্তের হেফাজত থেকে দেশি এবং বিদেশি মদ সহ প্রচুর বিয়ার বোতল ও উদ্ধার করে ভক্তিনগর সাদা ও আশি ঘর আউটপোস্ট এর সাদা পোশাকের পুলিশ।
অভিযুক্ত চিরঞ্জিত সরকারকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে। ধৃতের বিরুদ্ধে এক্সাইজ অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করেছে ভক্তিনগর থানার পুলিশ।