পরিমল রায়,৪আগস্ট,শিলিগুড়ি: অন লাইনে চলছিল জুয়া, ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর অপারেশনে ভেস্তে গেল জুয়ার কারবার। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর বাছাই করা পুলিশ অফিসার দের হাতে গ্রেফতার চারজন। পাশাপাশি উদ্ধার হল অনলাইনে জুয়া খেলার একাধিক সামগ্রী।
গোপন সুত্রে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট জানতে পারে শিলিগুড়ি শহরের একাধিক এলাকায় চলছে অন লাইনে জুয়ার আসর।খবর পাওয়া মাত্র শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট নিউ জলপাইগুড়ি থানা অন্তর্গত শিতলা পাড়া ও শিলিগুড়ি থানার অন্তর্গত জলপাই মোড়ে অভিযান চলায়।অনলাইনে জুয়ার আসরে হানা দিয়ে চার জনকে গ্রেপ্তার করে ডিটেকটিভ ডিপার্টমেন্ট।
ধৃতদের নাম সঞ্জয় মিত্তাল,চঞ্চল অধিকারী,মানিক দাস এবং এম ডি মাকবুল। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর পুলিশ কমিশনার গৌরব শর্মা জানিয়েছেন নিউ জলপাইগুড়ি থানার শিতলা পাড়া এলাকায় অনলাইন জুয়া খেলার অভিযোগে তিন জনকে গ্রেফতার করে তাদের নিউজলপাইগুড়ি থানার হাতে তুলে দিয়েছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট।
অপরদিকে জলপাইমোড় থেকে একজনকে গ্রেফতার করলেও অপর একজন পালিয়ে যায়।ধৃত ঐ অভিযুক্ত কে শিলিগুড়ি থানার হাতে তুলে দিয়েছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট।এছাড়াও তিনটি অনলাইন জুয়ার কাউন্টার থেকে পাঁচটি ডেক্সটপ,পাঁচটি প্রিন্টার ও তিনটি ডংগেল উদ্ধার করেছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট।ধৃতদের বুধবার জলপাইগুড়ি ও শিলিগুড়ি আদালতে তোলা হবে।