অমর প্রধান, ১৩ সেপ্টেম্বর, শিলিগুড়ি: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং প্রধান নগর থানার পুলিশের যৌথ অভিযান শিলিগুড়ির চম্পাসারি এলাকায়। একটি দোকানে অভিযান চালিয়ে অনলাইন লটারি খেলানোর অভিযোগে গ্রেপ্তার এক।
অভিযুক্ত ধৃতের নাম প্রসেনজিৎ অধিকারী বলে জানা গিয়েছে। ওই বেআইনি লটারির কাউন্টার থেকে উদ্ধার হয়েছে প্রচুর লটারি, দুটি কম্পিউটার, একটি সিপিইউ, একটি লটারির টিকিট ছাপানোর মেশিন, ওয়াইফাই ডঙ্গেল,প্রিন্টার এবং ওয়ারলেস রাউটার।
ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং প্রধান নগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশকিছুদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল চম্পাসারি মোড় এলাকায় একটি লটারির কাউন্টার খুলে প্রসেনজিৎ অধিকারী বেআইনিভাবে অনলাইন লটারির ব্যবসা চালাচ্ছে।
রবিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ধরা হয় অভিযুক্ত প্রসেনজিৎ অধিকারী কে। অভিযুক্তকে সোমবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।